Lava Phones: লাভা অগ্নি ৪ মডেল আসতে চলেছে ভারতে। প্লাস্টিকের ব্যবহার হবে না এই ফোনে। অ্যালুমিনিয়াম ফ্রেম সমেত লঞ্চ হবে এই ফোন, তেমনটাই জানা গিয়েছে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। আগামী ২০ নভেম্বর এই ফোন আসছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা অগ্নি ৩ ফোনেও ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম। লাভা অগ্নি ৪ ফোনের ডানদিকের সাইডের অংশে রয়েছে একটি নতুন ফোন। অনেকটা আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো। অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর থাকা এই নতুন বাটন সম্ভবত ছবি তোলার কাজে ব্যবহার হতে পারে।
লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে।
লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভারতে এর দাম শুরু হতে পারে ২৫ হাজারের নীচে। অর্থাৎ লাভা অগ্নি ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম দেশে ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোনে ক'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তাও জানা যায়নি এখনও।