Lava Agni 4: লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে আসছে লাভা অগ্নি ৪ ফোন। আগামী ২০ নভেম্বর এই ফোন লঞ্চ হবে ভারতে। এই ফোন লঞ্চ হতে চলেছে Lunar Mist এবং Phantom Black - এই দুই রঙে। সম্প্রতি টিপস্টার পারস গগলানি দাবি করেছেন, ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম হতে চলেছে ৩০ হাজার টাকার কম। অর্থাৎ এই রেঞ্জে দাম শুরু হবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ফোনের যে টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেখানে এই প্রসেসরের লোগো দেখা গিয়েছে। এছাড়াও এই ফোন লঞ্চ হতে চলেছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাহায্যে। সেখানে এমন একটি বাটন থাকতে চলেছে যাকে এর মধ্যেই অ্যাপেলের আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের সঙ্গে তুলনা করা হচ্ছে। 

Continues below advertisement

লাভা অগ্নি ৪ ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 

  • প্লাস্টিকের ব্যবহার হবে না এই ফোনে। অ্যালুমিনিয়াম ফ্রেম সমেত লঞ্চ হবে এই ফোন, তেমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা অগ্নি ৩ ফোনেও ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম। 
  • লাভা অগ্নি ৪ ফোনের ডানদিকের সাইডের অংশে রয়েছে একটি নতুন Button। অনেকটা আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো। ভলিউম বাটনের নীচে দেখা যাবে এই ক্যাপচার কন্ট্রোল বাটন। 
  • লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে।
  • এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো।
  • লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। 
  • লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। 

Continues below advertisement