Lava Agni Series: ভারতে লাভা 'অগ্নি' সিরিজের নতুন ফোন আসছে খুব তাড়াতাড়ি। এবার লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। এর আগেও ভারতে লাভা 'অগ্নি' সিরিজের অনেক ফোনই লঞ্চ হয়েছে। সেই তালিকাতেই আসছে আরও একটি মডেল। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে আসছে লাভা অগ্নি ৪ মডেল। এই ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা ইউনিট। কালো রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। লাভা অগ্নি ৪ ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট এবং ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট থাকতে চলেছে লাভা অগ্নি ৪ ফোনে। 

Continues below advertisement

আগামী ৪ নভেম্বর লাভা অগ্নি ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনের দাম শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা আইল্যান্ড থাকতে চলেছে। আড়াআড়ি ভাবে ওষুধের ক্যাপস্যুলের আকারে সাজানো থাকবে এই ক্যামেরা মডিউল। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। সেখানে ২টো ক্যামেরা সেনসরই ৫০ মেগাপিক্সেলের হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি। কোথা থেকে কেনা যাবে সেই তথ্যও এখনও প্রকাশ্যে আসেনি। 

লাভা বোল্ড এন১ সিরিজের নতুন ফোন আসছে ভারতে 

Continues below advertisement

নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট। এই ফোনে থাকতে চলেছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এছাড়াও থাকবে ১৩ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজও থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুসারে লাভা বোল্ড এন১ লাইট ফোনের দাম ভারতে হতে চলেছে ৬৬৯৯ টাকা। তবে অ্যামাজনের তরফে ছাড়ও থাকবে এই ফোনের দামে। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ৫৬৯৮ টাকা। ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড - এই দুই রঙে লঞ্চ হতে পারে লাভা বোল্ড এন১ লাইট ফোন।