Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও (Lava Smartphones) রয়েছে ৬.৬৭ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। এছাড়াও লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে।                 

  


ভারতে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে


লাভা সংস্থার নতুন ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। Iron Glass এবং Viridian- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন। ১১ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। আর তা কেনা যাবে অ্যামাজন, লাভা ই-স্টোর এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে। 


লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনের ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট। তবে অ্যান্ড্রয়েড ১৪ ভার্সানের আপডেট পাওয়া যাবে। এই ফোনে রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি। 

  • লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এর উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। আর রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ৫জি, ৪জি, ব্লুটুথ ৫.২, এফএম রেডিও, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, Wi-Fi 802.11a/b/g/n/ac/ax- এইসবের সাপোর্ট। ফেস আনলক ফিচারও রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ, দাম কত? কী কী ফিচার রয়েছে?