Lava Smartphones: লাভা ব্লেজ প্রো ৫জি (Lava Blaze Pro 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও অবশ্য নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, ভারতে লাভা (Lava Smartphones) ব্লেজ প্রো ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভারতীয় কোম্পানি লাভা-র আসন্ন ৫জি ফোনে। গতবছর সেপ্টেম্বর মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসছে ৫জি মডেল। গত বছর লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি ফোন। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে লাভা ব্লেজ প্রো ৫জি ফোন।
লাভা সংস্থার বিজনেস হেড সুনীল রায়না সোশ্যাল মিডিয়া মাধ্যমে 'এক্স'- এ জানিয়েছেন ভারতে লাভা ব্লেজ প্রো ৫জি লঞ্চ হবে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট সময়কাল এবং কোনও স্পেসিফিকেশন তিনি প্রকাশ্যে আনেননি। শুধু জানানো হয়েছে লাভা সংস্থার নতুন ফোন খুব তাড়াতাড়ি দেশে লঞ্চ হতে চলেছে। অন্যদিকে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন এবং ডিজাইনের কথা জানিয়েছেন। লাভা ব্লেজ প্রো ৫জি ফোন চলতি মাসের শেষদিকে বা পরের মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষদিকে বা অক্টোবর মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের একটি ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে রুপোলি রঙের ফো। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সজ্জিত রয়েছে দুটো গোলাকার ক্যামেরা মডিউলে। ফোনের রেয়ার বা ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের অংশে লম্বালম্বি ভাবে বসানো রয়েছে এই দুটি ক্যামেরা মডিউল। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে এবং ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে।
ভিভো টি২ প্রো ৫জি
ভিভো টি সিরিজের নতুন ৫জি ফোন ভিভো টি২ প্রো ৫জি (Vivo T2 Pro 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২২ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ভিভো টি২ প্রো ৫জি ফোন (5G Phone)। এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার সম্ভবনা রয়েছে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন থাকার কথাও শোনা গিয়েছে। গোলাকার ক্যামেরা মডিউলে থাকতে পারে ক্যামেরা সেনসর। সঙ্গে থাকতে পারে একটি রিং আকৃতির এলইডি ফ্ল্যাশ।