কলকাতা: ভারতে নতুন বাজেট স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। জানা গিয়েছে, লাভা ব্লেজ (Lava Blaze) ফোন লঞ্চ হবে দেশে। ৭ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের প্রি-অর্ডার (Pre-Order) শুরু হবে বলে ঘোষণা করেছে লাভা (Lava) সংস্থা। তবে এই ফোন সম্পর্কে আর বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে পারেন ক্রেতারা। ইতিমধ্যেই লাভা কোম্পানি তাদের ব্লেজ মডেলের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে যে এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে এই ক্যামেরা সেটআপে। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর আগে বলা হয়েছিল যে লাভা ব্লেজ ফোনে একটি Unisoc SoC থাকতে পারে। সূত্রের খবর লাভা ব্লেজ ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হতে পারে।


লাভা ব্লেজ ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে একাধিক রঙে এই ফোন লঞ্চ হতে পারে। সবুজ, কালো, লাল, নীল- এই চার রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ফোন। এই চার রঙ ছাড়া অন্যান্য রঙেও লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ফোন। তবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে জানা গিয়েছে, ৭ জুলাই থেকে উক্ত চারটি রঙের ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন ক্রেতারা।


যদিও এখনও ভারতে লাভা ব্লেজ ফোন কী কী ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে তা প্রকাশ্যে আসেনি। ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যায়নি। এমনকি লাভা কোম্পানির ওয়েবসাইট ছাড়া আর কোথা থেকে এই ফোন কেনা যাবে তাও স্পষ্ট নয়। কিন্তু ১০ হাজার টাকার মধ্যে লাভা ব্লেজ যে এই কোম্পানির দারুণ একটি বাজেট ফোন হতে চলেছে তা আন্দাজ করছেন গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকেই।


আরও পড়ুন- পেশাদার ক্যামেরাম্যানের মতো ছবি তুলতে পারবেন, কোথায় আলাদা ওয়ানপ্লাসের এই ফোন