কলকাতা: ভারতে নতুন বাজেট ফোন (Budget Phone) লঞ্চ করেছে লাভা (Lava International) কোম্পানি। এবার লঞ্চ হয়েছে লাভা ব্লেজ (Lava Blaze)। ভারতীয় সংস্থা লাভা ইন্টারন্যাশনালের এই ফোনের দাম মাত্র ৮৬৯৯ টাকা। তবে দাম এতটা কম হলেও এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। লাভা ব্লেজ ফোনের র্যাম ভার্চুয়ালি প্রায় ৬ জিবি পর্যন্ত বাড়নো সম্ভব। মনে করা হচ্ছে, রিয়েলমি সি৩১, মোটো ই৭ প্লাস এবং পোকো সি৩১ ফোনের সঙ্গে লাভা ব্লেজ ফোন দারুণ ভাবে পাল্লা দেবে ভারতের বাজারে।
লাভা ব্লেজ ফোনের দাম ও উপলব্ধতা
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৬৯৯ টাকা। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড, এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ফোন। আপাতত লাভা সংস্থার ই-স্টোরে এই ফোনের জন্য প্রি-বুকিং ছিল। জানা গিয়েছে, আগামী ১৪ জুলাই থেকে এই ই-স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেলারদের থেকেও লাভা ব্লেজ ফোন কেনা যাবে। এর পাশাপাশি জানা গিয়েছে, এই ফোনের জন্য প্রি-বুকিং করা প্রথম ১০০০ জন ক্রেতাকে লাভা প্রোবাডস ২১ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস উপহার হিসেবে দেবে সংস্থা।
লাভা ব্লেজ ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
- ১। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোনে ৬.৫১ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। তার উপরে রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন।
- ২। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। এর সঙ্গে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যাম থাকছে। ফোনের ফ্রি স্টোরেজ ব্যবহার করে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ৩। লাভা ব্লেজ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে, যার মধ্যে আবার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ ফিচার।
- ৪। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে লাভা ব্লেজ ফোনে। একবার চার্জ দিলে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম এবং ২৫ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
আরও পড়ুন- রেডমি কে৫০আই ৫জি ফোন কোথা থেকে কিনবেন? দেখুন সম্ভাব্য দাম