Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা 'লাভা'- র নতুন ফোন। জানা গিয়েছে, দেশে এবার লঞ্চ হতে চলেছে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ডে এন১ প্রো- এই দুই ফোন। তবে এখনও এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি লাভা কর্তৃপক্ষ। যদিও ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে লাভা কোম্পানির 'বোল্ড' সিরিজের এই দুই ফোন বিক্রি শুরুর দিন সম্পর্ক জানা গিয়েছে। লাভা বোল্ড এন১ ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৪ জুন থেকে। দাম শুরু ৫৯৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো মডেলের বিক্রি শুরু হচ্ছে ৪ জুন থেকে এবং দাম শুরু হবে ৬৬৯৯ টাকা থেকে। লাভা সংস্থার এই দুই ফোনে থাকতে চলেছে Unisoc চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। লাভা বোল্ড এন১ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। 

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে লাভা বোল্ড সিরিজের এই দুই ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে, দেখে নিন 

লাভা বোল্ড এন১ ফোন লঞ্চ হতে চলেছে র‍্যাডিয়েন্ট ব্ল্যাক এবং স্পার্কলিং আইভরি রঙে। এই ফোনে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে লাভা বোল্ড এন১ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর থাকতে চলেছে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। লাভা বোল্ড এন১ ফোনে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর থাকবে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে অনবোর্ড মেমোরি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। 

অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোন Stealth Black এবং Titanium Black- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ভার্চুয়াল র‍্যাম অপশন থাকবে ৪ জিবির জন্য। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ফোনের সাইডের অংশে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।