Lava Smartphones: লাভা ভারতের নিজস্ব সংস্থা। তাদের নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট। এই ফোনে থাকতে চলেছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এছাড়াও থাকবে ১৩ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজও থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। 

Continues below advertisement

লাভা বোল্ড এন১ লাইট ফোনের দাম ভারতে কত হতে পারে (সম্ভাব্য দাম) 

ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুসারে লাভা বোল্ড এন১ লাইট ফোনের দাম ভারতে হতে চলেছে ৬৬৯৯ টাকা। তবে অ্যামাজনের তরফে ছাড়ও থাকবে এই ফোনের দামে। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ৫৬৯৮ টাকা। ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড - এই দুই রঙে লঞ্চ হতে পারে লাভা বোল্ড এন১ লাইট ফোন। আপাতত একটি রঙেই দেখা যাচ্ছে অ্যামাজনের ওয়েবসাইটে। তবে কোন র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে দেশে, তা এখনও জানা যায়নি। 

Continues below advertisement

লাভা সংস্থার আরও একটি বাজেট ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে 

ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোন। লাভা ভারতের একটি সংস্থা। নয়ডা ভিত্তিক এই কোম্পানি এর আগেও একাধিক বাজেট ফোন লঞ্চ করেছে দেশে। এবারও বাজেট স্মার্টফোন হিসেবেই লাভা ইয়ুভা স্মার্ট ২ মডেল লঞ্চ করেছে নয়ডার এই সংস্থা। একটি octa-core Unisoc চিপসেট রয়েছে লাভা সংস্থার নতুন ফোনে। এর সঙ্গে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশে চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। সেখানেই দুটো ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬০৯৯ টাকা। ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড- এই দুই রঙে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোন লঞ্চ হয়েছে ভারতে।