Smartphones Under Rs 10000 : ভারতে লঞ্চ হয়েছে দেশীয় সংস্থা লাভা- র নতুন ফোন। এটি একটি ৪জি মডেল। এবার লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। দাম ১০ হাজারের থেকেও অনেকটা কম। লাভা সংস্থার সদ্য লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে একটি Unisoc প্রসেসর। এছাড়াও পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। লাভা শার্ক ২ ৪জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট মডেল। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও সস্তার এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই বেসড রেয়ার ক্যামেরা সেনসর। 

Continues below advertisement

ভারতে লাভা শার্ক ২ ৪জি ফোনের দাম কত 

লাভা শার্ক ২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অরোরা গোল্ড এবং ইক্লিপস গ্রে - এই দুই রঙে লাভা শার্ক ২ ৪জি ফোন লঞ্চ হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লাভা সংস্থা জানিয়েছে, তারা তাদের নতুন ফোনের ক্ষেত্রে 'ডোরস্টেপ আফটার সেল সার্ভিস' দেবে ইউজারদের। 

Continues below advertisement

লাভা শার্ক ২ ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে পাবেন এই ফোনে। একটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং দুটো সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনের স্ক্রিনের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে সেলফি ক্যামেরা সেনসরের জন্য। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনে একটি octa-core Unisoc T7250 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে এই ফোনের অনবোর্ড মেমোরির পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে AI যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। লাভা সংস্থার এই ফোনের সঙ্গে ইউজাররা পাবেন ১০ ওয়াটের চার্জার।