Lava Shark 5G: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা 'লাভা'- র নতুন ৫জি ফোন। শোনা যাচ্ছে, দাম হবে ১০ হাজার টাকার মধ্যে। এবার লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। লাভা শার্ক ৪জি ফোনের মতোই ৫জি ফোনের ডিজাইন হবে বলে শোনা গিয়েছে। লাভা শার্ক ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৩ মে। এই ফোনে ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার। লাভা শার্ক ৫জি ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। লাভা শার্ক ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে শোনা গিয়েছে। নীল এবং সোনালি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা আইল্যান্ডের সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে চলেছে। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল গোলাকার হতে চলেছে। এছাড়াও লাভা শার্ক ৫জি ফোনে একটি Unisoc T765 SoC প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে যুক্ত থাকবে ৪ জিবি র‍্যাম। এছাড়া ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ থাকারও কথা রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে লাভা শার্ক ৫জি ফোন। 

এর আগে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৪জি ফোন 

এই মডেলে রয়েছে এআই ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা শার্ক ৪জি ফোনে। একটি Unisoc T606 চিপসেটের সাহায্যে পরিচালিত হয় ফোনটি। প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে লাভা শার্ক ৪জি ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। এআই ইমেজিং ফিচারের সঙ্গে এই ফোনে ইউজাররা পাবেন ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

লাভা শার্ক ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এক বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এছাড়াও পাবেন বাড়িতে ফ্রি সার্ভিস। Stealth Black এবং Titanium Gold - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ফোনটি। লাভা সংস্থা জানিয়েছে, একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৪৫ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। ১৫৮ মিনিটে লাভা- র এই ফোনে পুরো চার্জ সম্পন্ন হবে।