Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে দেশের নিজস্ব সংস্থা 'লাভা'- র নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন। এই ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর Unisoc T765 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভার্চুয়াল ভাবে এই ইনবিল্ট র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও লাভা শার্ক ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এর আগে মার্চ মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল। 

ভারতে লাভা শার্ক ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, জেনে নিন বিশদে 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। স্টেলার ব্লু এবং স্টেলার গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন। বর্তমানে লাভা সংস্থার অফিশিয়াল ই-স্টোর এবং সংস্থার রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে এই ফোন। 

লাভা শার্ক ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে লাভা শার্ক ৫জি ফোন। 
  • একটি অক্টা-কোর ৬এনএম Unisoc T765 প্রসেসর রয়েছে লাভা শার্ক ৫জি ফোনে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ভার্চুয়াল (ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন) ভাবে এই র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এর পাশাপাশি স্টোরেজের (এক্সটার্নাল স্টোরেজ) পরিমাণ ১ টিবি বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় এআই যুক্ত ১৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল জানা যায়নি। একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোন সহজে ধুলো এবং জলে নষ্ট হবে না।