Start Ups: কর্মী ছাঁটাই (Layoffs) প্রক্রিয়া অব্যাহত রয়েছে চলতি বছরেও। ২০২৩ সালেও কর্মী ছাঁটাইয়ের প্রভাব বেশ ভালভাবে পড়েছে বিভিন্ন স্টার্ট আপ (Start Ups) সংস্থায়। সম্প্রতি শোনা গিয়েছে, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিভিন্ন স্টার্ট আপ সংস্থা প্রায় ৯৪০০ কর্মী ছাঁটাই করেছে। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হতে পারে বিভিন্ন স্টার্ট আপ সংস্থা থেকে, এমনও আশঙ্কা করা হচ্ছে। রিক্রুটমেন্ট ফার্ম কেরিয়ারনেটের রিপোর্ট থেকে উল্লিখিত তথ্য পাওইয়া গিয়েছে। 


এযাবৎ কোন কোন স্টার্ট আপ সংস্থায় ছাঁটাই হয়েছে 


এডুটেক ফার্ম বাইজুস, আনঅ্যাকাডেমি, সোশ্যাল মিডিয়া স্টার্ট আপ শেয়ার চ্যাট, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম মাইগেট, কার সার্ভিসিং কোম্পানি গোমেকানিক- এইসব স্টার্ট আপ থেকে একাধিক কর্মী ছাঁটাই করা হয়েছে একসঙ্গে। সমস্ত স্টার্ট আপের প্রায় ৭০ শতাংশ এই তিনমাসে ১০০ থেকে ৩০০ কর্মী ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস প্রোভাইডার ডুনজো, হেলথটেক software-as-a-service (SaaS) স্টার্ট আপ Innovaccer এবং ওলা সংস্থা। 


কমেছে কর্মী নিয়োগও


আগামী দিনে স্টার্ট আপগুলিতে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি উচ্চপদে নিয়োগের ব্যাপারেও দেখা দিয়েছে ঘাটতি। প্রায় ৮০ শতাংশ কমেছে সিনিয়র রোলের নিয়োগ। গতবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যা নিয়োগ হয়েছিল (উচ্চ পদে) এবছর একই সময়ে তার থেকে ৮০ শতাংশ কম হয়েছে নিয়োগ। এই তথ্যই প্রকাশ করেছে Careernet সংস্থা। ফিনটেক, ই-কমার্স, এডুটেক, SaaS এবং হেলথটেক সংস্থায় এই ধারা দেখা গিয়েছে। ইকমার্স এবং এডুটেক সংস্থাগুলিতে আগের অর্থাৎ গতবছরের তুলনায় (মার্চ কোয়ার্টারে) নিয়োগের বিষয়টি কমেছে যথাক্রমে ৯৩ এবং ৮৪ শতাংশ। এডুটেক স্টার্ট আপগুলিতে একসঙ্গে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে, রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। 


স্টার্ট আপ সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ধারা


গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই (Layoffs) প্রক্রিয়া। সেই ধারা চলতি বছরেও অব্যাহত রয়েছে। ভারতের বিভিন্ন স্টার্ট আপ (Indian Startups) সংস্থাতেও প্রভাব পড়েছে কর্মী ছাঁটাইয়ের। IANS- এর রিপোর্ট অনুসারে (কিছুদিন আগে প্রকাশিত), এখনও পর্যন্ত ২৪,২৫০- এর বেশি কর্মী ভারতীয় স্টার্ট আপ সংস্থা থেকে চাকরি খুইয়েছেন। স্টার্ট আপ সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে একটি পোর্টাল Inc42। তাদের রিপোর্ট অনুসারে, প্রায় ৮৪টি স্টার্ট আপ থেকে আনুমানিক ২৪,২৫৬ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ভারতে পাল্লা দিয়ে স্টার্ট আপ সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ বাড়ছে। 


আরও পড়ুন- চুলের গ্রোথ বাড়ানোর জন্য ঘরোয়া উপায়ে কী কী করতে পারেন?