Adani Share Crash: আম আদমির টাকায় এবার কি পড়তে পারে কোপ ! আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের জেরে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি LIC-র। মাত্র ৫০ দিনে এই বড় লোকসানের মুখ দেখেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। প্রশ্ন উঠছে, এই বিপুল ক্ষতির মুখেও কেন শেয়ার বেঁচে দেয়নি কোম্পানি।

  


LIC Loss From Adani: কেন লোকসান সত্ত্বেও ঝুঁকি নিচ্ছে LIC ?
আদানির শেয়ারে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC-র বিনিয়োগ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। সংসদেও মোদি সরকারের বিরুদ্ধে উঠেছে এই প্রশ্ন। কেন আম আদমির জমানো টাকা লোকসানে যেতে  দিচ্ছে LIC, তা নিয়ে তোলপাড় হয়েছে ঘরে-বাইরে। যার জেরে মুখ খুলতে বাধ্য হয়েছে এই বিমা সংস্থা। 
কোম্পানি জানিয়েছে, আদানি গ্রুপের শেয়ারে পতনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে তারা। যদিও দেখা গেল, গত ৫০ দিনে আদানির শেয়ারে ধস নামার কারণে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে LIC-র।  আমেরিকার শর্ট সেলিং কোম্পানি  হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই বিপুল পতনের মুখ দেখেছে কোম্পানি। 


Adani Share Crash: আদানির এসব শেয়ারে বিনিয়োগ করেছে LIC
শেয়ারবাজারে পাওয়া তথ্য অনুসারে, এলআইসি আদানি গ্রুপের সাতটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে। যেখানে আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন, অম্বুজা সিমেন্টস ও এসিসি শেয়ারের নাম রয়েছে। 


Share Market Loss: শেয়ারের দাম কত কমেছে ?
আদানি গ্রুপের এই সাতটি শেয়ারে এলআইসি-এর বিনিয়োগের মূল্য ৩১ডিসেম্বর ২০২২-এ ছিল ৮২,৯৭০ কোটি টাকা। ২৩ ফেব্রুয়ারি ২০২৩-এ এই মূল্য কমে ৩৩,২৪২ কোটি টাকা হয়েছে।  গত ৫০ দিনে সব মিলিয়ে ৪৯,৭২৮ কোটি টাকা কমেছে আদনি গোষ্ঠীর শেয়ারের দাম।


Adani Share Crash: কীসের কারণে এই পতন ?
গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে। কোম্পানির প্রকাশিত প্রতিবেদনে আদানি গোষ্ঠীর হিসেবে জালিয়াতি ও শেয়ারের দামের হেরফের করার অভিযোগ উঠেছে। তবে হিন্ডেনবার্গ রিপোর্টে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আদানি গ্রুপ।


LIC Loss From Adani: কোন আদানির শেয়ার কত কমেছে ?
আদানি গ্রুপের শেয়ারে পতন চলছেই। চলতি বছরে এখনও পর্যন্ত আদানি টোটাল গ্যাসের শেয়ার প্রায় ৮০ শতাংশ কমেছে। এর পরে রয়েছে আদানি গ্রিন এনার্জি। যা ৭৪ শতাংশ, আদানি ট্রান্সমিশন ৭১ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ ৬৪ শতাংশ, আদানি পাওয়ার ৪৮ শতাংশ ও NDTV-র শেয়ার ৪২ শতাংশ কমেছে। এর বাইরে আদানি উইলমার, অম্বুজা সিমেন্টস, আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন ও এসিসির শেয়ার ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে এই বছর আদানি গ্রুপের এমক্যাপ এখনও পর্যন্ত ১২ লাখ কোটি টাকারও বেশি কমেছে।


আরও পড়ুন : Home Buying Plan: বাড়ি কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বিপদ বাড়বে