Tech Tips: বর্তমান জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। সেই স্মার্টফোন (Smartphones) যদি হারিয়ে যায়, কিংবা কোনওভাবে চুরি হয়ে যায়, তাহলে সত্যিই বিপদে পড়তে হয়। এই অবস্থায় থানায় এফআইআর দায়ের করার ঘটনা মাথায় থাকলেও, কী কী কাজ করতে হয় সেগুলো অনেকেরই খেয়াল থাকে না। অথচ এই সবগুলি কাজই খুব গুরুত্বপূর্ণ (Tech Tips)। তাই কোনওভাবে ফোন খোয়া গেলে অবশ্যই মাথায় রাখুন কী কী কাজ করতে হবে।
ফোন ব্লক করা- মোবাইল হারিয়ে ফেললে বা চুরি গেলে সবার আগে সেটা ব্লক করা প্রয়োজন। কারও হাতে যাতে ওই ফোন পড়লে অপব্যবহার না হয় সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে উল্লেখ্য, Department of Telecommunications একটি অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে যার নাম CEIR। এই ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা ফোন ব্লক করতে পারবেন। আবার আনব্লকও করা যাবে। এই ওয়েবসাইটে গেলে ইউজাররা একটি ফর্ম পাবেন। ফোন ব্লক করার জন্য এই ফর্ম ফিলআপ করতে হবে। এর পাশাপাশি এফআইআর দায়ের করাও প্রয়োজন। সেখানে মোবাইল কেনার ইনভয়েস, পুলিশ কমপ্লেনের নম্বর, কোথায় ফোন হারিয়েছেন সেইসব বিবরণ দিতে হবে। একবার এই ফর্ম ফিলআপ করে জমা দিলে বোঝা যাবে যে হারিয়ে যাওয়া ফোন আপনি ব্লক করতে চান।
ডেটা ডিলিট- হারিয়ে যাওয়া ফোনের ডেটা ডিলিট করাও প্রয়োজন। অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, সব ফোন থেকেই ডেটা সরিয়ে ফেলা প্রয়োজন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই সম্ভব ডেটা ডিলিট করা। আইফোনের ক্ষেত্রে আইক্লাউডের মাধ্যমে ডেটা ডিলিট হবে। সেক্ষেত্রে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। আইফোন যদি অনলাইন না থাকে তাহলে এই ডেটা রিমুভ করা সম্ভব হবে না।
সিম ব্লক- ফোন হারিয়ে গেলে সবার আগে দরকার সিম ব্লক করা। কারণ অনেক দরকারি কাজে যুক্ত থাকে এই সিম। আর তা যদি অন্য কারও হাতে পড়ে যায় তাহলে অপব্যবহার হতে পারে। সেই কারণে ফোন হারিয়ে গিয়েছে বা খোয়া গিয়েছে এমনটা বুঝতে পারলে আগে ফোনের সিম ব্লক করা প্রয়োজন। নাহলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনি। আপনিও জানতে পারবেন না, অথচ বিপদ হয়ে যেতে পারে।
অতএব ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সবার আগে এই তিনটি কাজ মাথায় রাখুন। তার পাশপাশি অবশ্যই থানায় এফআইআর দায়ের করাও প্রয়োজন।
আরও পড়ুন- অ্যামাজনের এই নতুন সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৩৫ হজার টাকারও কমে