অ্যামাজন ইন্ডিয়ায় বর্তমানে চলছে এক্সট্রা হ্যাপিনেস ডে’জ সেল। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই সেল। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মধ্যেই যুক্ত হয়েছে এই বিশেষ সেল। অ্যামাজনে এই সেলে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ মডেল কেনা যাবে ৩৫ হাজার টাকারও কমে। অ্যামাজনের এক্সট্রা হ্যাপিনেস সেলে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৪৭,৯৯৯ টাকা। তবে এর উপরে রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানে ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। অতএব ফোনের দাম কমে হতে পারে ৩৪,৯৯৯ টাকা। এর পাশাপাশি সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে EMI ট্রানজাকশন হলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও নো-কস্ট EMI- এর সুবিধাও থাকছে ক্রেডিট ও ডেবিট কার্ড, অ্যামাজন পে এবং বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে।


শুধুমাত্র আইফোন নয়, অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রেও থাকছে দুর্দান্ত অফার। এর পাশাপাশি The Great Indian Festival – ‘Extra Happiness Days’ সেলে রয়েছে স্পেশ্যাল ডিল এবং অফার। এইসব ছাড় স্মার্টফোন ছাড়াও ক্রেতারা পাবেন ল্যাপটপ, স্মার্ট টিভি, বেবি প্রোডাক্ট এবং আরও অনেক কিছুর উপর। টেকনো, আইকিউওও, মাইক্রোসফট, প্যাম্পার, শাওমি স্মার্টফোন ও স্মার্ট টিভি ও আরও অনেক জিনিসের উপরেই থাকছে ছাড়। এই সেল চলাকালীন ক্রেতারা অ্যামাজন পে ব্যবহার করলে ওয়েলকাম রিওয়ার্ড পাবেন।



  • Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেতারা ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন অ্যামাজনের সাইট থেকে কেনাকাটা করলে।

  • Amazon Pay Later অপশন অ্যাক্টিভেট করলে ক্রেতারা ৬০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। এছাড়াও ইনস্ট্যান্ট ধার পেতে পারেন ৬০ হাজার টাকা পর্যন্ত। তবে সেক্ষেত্রে কিছু শর্ত থাকবে।

  • Amazon Pay UPI- এর ক্ষেত্রে ৬০০ টাকা পর্যন্ত ওয়েলকাম রিওয়ার্ড পাবেন ক্রেতারা। গিফট কার্ড কিনলে ক্রেতারা ১০ শতাংস পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়াও ডিজিটাল গোল্ড কিনলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

  • Diamonds Dhamaaka- এই অফার রয়েছে লিমিটেড পিরিয়ড অর্থাৎ সীমিত সময়ের জন্য। এখানে ১৫০০ টাকার বেশি কেনাকাটা করলে ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। খরচ হবে ৭৫০ ডায়মন্ড। ৩০০০ টাকার বেশি কেনাকাটার ক্ষেত্রে ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এবার খরচ হবে ১০০০ ডায়মন্ড। অ্যামাজনের এই সেলে একাধিক ডায়মন্ড রিডিম অপশন রয়েছে। বিভিন্ন সেলার এবং ব্র্যান্ড তাদের নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে অফার দিচ্ছে।

  • শুধু কেনাকাটার ক্ষেত্রেই নয়, অ্যামাজন মিনি টিভি দেখা হোক বা মজাদার খেলার সময়ে অ্যামাজন পে- এর মাধ্যমে পেমেন্ট করে এইসব ডায়মন্ড রিডিম করার সুযোগ পাবেন ক্রেতারা।


আরও পড়ুন- অ্যামাজনের Extra Happiness Days সেল, দেখে নিন ফোনের সেরা অফার