গিয়ারবক্সে রয়েছে মারেলি প্রযুক্তি। রয়েছে ট্যাপ টু সুইচ গিয়ার শিফটার। প্রথাগত স্বয়ংক্রিয় গিয়ার লিভারের চেয়ে এটি চালানো অনেকটাই সহজ। রিভার্স, ডি বা এন মোডে চালানো বেশ সহজ। রিভার্স থেকে আচমকা ডি মোডে চলে গেলে গাড়ি দাঁড়িয়ে যায়। তবে গাড়ির গতি ঘণ্টায় ৫ কিলোমিটারের কম থাকলে এই পদ্ধতি কাজ করে না।
গাড়ির গতি কম থাকলে খুব মসৃণভাবে চলে মাহিন্দ্রার এক্সইউভি ৩০০। বাম্পার টু বাম্পার ট্রাফিক সামলানো যায় সহজেই। হাইওয়েতেও গিয়ারবক্স দুর্দান্ত। গাড়িটি প্রত্যেক লিটার পেট্রোলে ১২-১৪ কিলোমিটার যায়। স্বয়ংক্রিয় পেট্রোল এসইউভি-র ক্ষেত্রে যা খুব ভাল মাইলেজ। খুব জোরে না চালানো হলে অটো শিফটও ভালভাবে কাজ করে।
গাড়িটিতে রয়েছে ৪০ বৈশিষ্ট্যযুক্ত টেক অ্যাপ। যে কোনও অ্যাপ ডাউনলোড করে নিলেই একাধিক ফাংশন নিয়ন্ত্রণ করা যায়। গাড়িটি আপনাকে নোটিফিকেশনও পাঠাবে। লাইভ ট্র্যাকিং, জিও ফেন্সিং, টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যাপগুলি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি অ্যাপের মাধ্যমেই টায়ারের এয়ার প্রেসার, সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখা যায়। গাড়িটির পিছনের সিটে পর্যাপ্ত জায়গা রয়েছে। যা এই ধরনের গাড়ির মধ্যে সেরা। রয়েছে সানরুফ, ৭টি এয়ারব্যাগ। এএমটি হওয়ায় কিছু সমস্যা রয়েছে। তবে যাঁরা কম দামে স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পন্ন গাড়ির খোঁজ করছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে মাহিন্দ্রা এক্সইউভি ৩০০।