বাম্বোলিম: ইন্ডিয়ান সুপার লিগে বাংলা বনাম ওড়িশার লড়াইয়ে ফের জয় বাংলার। রয় কৃষ্ণ মনবীর সিংহের জোড়া গোলে আইএসএল-এ শনিবাসরীয় লড়াইয়ে ওড়িশা এফসি-কে হারিয়ে দিল লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগান।ম্যাচের ফল ৪-১। এই জয়ের ফলে ১৫ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট হল ৩০। অন্যদিকে, ১৫ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে সবার নীচে ওড়িশা।


ভারতীয় ফুটবলে বাংলার যা সাফল্য, সেখানে ওড়িশা লিলিপুট। শুধু আইএসএল-র কথাই যদি ধরা যায়, সেখানে তিনবারের চ্যাম্পিয়ন এটিকে-র সাফল্যের ধারেকাছেও নেই ওড়িশা এফসি। এটিকে মোহনবাগান এবারও যা খেলছে, তারাই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। আজকের ম্যাচেও আধিপত্য় নিয়েই খেললেলন রয় কৃষ্ণ, মনবীররা। যোগ্য দল হিসেবেই তাঁরা জয় পেলেন।

এদিন ম্যাচের ১১ মিনিটেই কৃষ্ণর পাস থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ওড়িশার কোল আলেকজান্ডার। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের রং বদলে যায়। ৫৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে এগিয়ে দেন মনবীর। এবারও গোলটির নেপথ্য নায়ক কৃষ্ণ। এরপর ৮২ মিনিটে বক্সের মধ্যে আলেকজান্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন কৃষ্ণ। ৮৬ মিনিটে মনবীরের পাস থেকে ডানপায়ের শটে তিনি ফের গোল করে ব্যবধান বাড়ান।

এদিন আরও বেশি গোলে জিততে পারত এটিকে মোহনবাগান। লেনি রডরিগেজ, মার্সেলিনহোরা গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়ত। ১৭ মিনিটে কৃষ্ণর হেড বাইরে চলে যায়। ১৯ মিনিটে মনবীরের পাস থেকে মার্সেলিনহোর বাঁ পায়ের শট বারের উপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে লেনির শট বাইরে চলে যায়। ৪০ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন মার্সেলিনহো।

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট করে এটিকে মোহনবাগান। ৬০ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি মনবীর। তিনি হ্য়াটট্রিকের সুযোগ নষ্ট করেন। ৬৯ মিনিটে তিরির বাঁ পায়ের শট বাইরে চলে যায়।

আইএসএল-এ এটিকে মোহনবাগানের পরের ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।