Meta CEO: মেটা সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। ধর্মকে অশ্রদ্ধা করার অভিযোগে মার্ক জুকারবার্গকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল পাকিস্তান ! মৃত্যুদণ্ডের কথাও ঘোষণা করা হয়েছিল তার বিরুদ্ধে। মেটাকে ঘিরে চলা আইনি (Mark Zuckerberg) নানা জটিলতার বিষয়ে উদ্বেগ জানিয়ে ধনকুবের জো রোগানের পডকাস্টে এসে মেটার সিইও জুকারবার্গ এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আর এর সঙ্গে (Meta CEO) তিনি জানান যে পাকিস্তানে মেটার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আইনি ঝামেলা চলছে তাঁকে ঘিরে।


এই মামলায় ফেসবুকের (Mark Zuckerberg) বিরুদ্ধে পাকিস্তান কঠোরভাবে ধর্মের প্রতি অশ্রদ্ধার অভিযোগ এনেছে। আইন লঙ্ঘন করে এমন কিছু কনটেন্ট দেখানো হয়েছে যা ইসলামবিরোধী। জুকারবার্গ এই পডকাস্টে জানান, 'কিছু কিছু নির্দিষ্ট দেশে স্থানীয় নিয়মবিধি ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে মুক্ত উদার মত প্রকাশের ভারসাম্য বজায় রাখবে মেটা। এমন বেশ কিছু দেশে এমনও আইন রয়েছে যার সঙ্গে মেটা সম্মত নয়। যেমন এমন একটি ঘটনায় পাকিস্তানে আমাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হয়েছিল। কারণ কেউ একজন ফেসবুকে নিজে ধর্মগুরু হজরত মহম্মদের ছবি এঁকে পোস্ট করেছিল। আর এই কাজকেই একজন 'ধর্মের প্রতি অশ্রদ্ধা' বলে দাবি করেছেন। আর তারপরেই তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং আইনি পদক্ষেপ শুরু করেন'।


জুকারবার্গ (Mark Zuckerberg) বলেন, 'আমি নিজেও ঠিক জানি না এটা কোথায় ঘটেছে, তবে বাঁচোয়া এটাই যে আমি পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছি না। তাই এই ঘটনা নিয়ে আমি চিন্তিত ছিলাম না।' তিনি নয়া কনটেন্ট নিয়ন্ত্রণ আইন নিয়ে সমস্ত সমাজমাধ্যম সংস্থাগুলির উপর ক্রমবর্ধমান চাপের কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন যে এমন কিছু কিছু দেশ রয়েছে পৃথিবীতে যেখানে এমন মূল্যবোধ প্রচারিত যা আমাদের মুক্ত চিন্তা ও মুক্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা চায় আমরা এমন অনেক কিছু জিনিস নিষিদ্ধ ঘোষণা করি, আমার মতে এই কাজ করলে বহু মানুষ মনে করবে যে ঠিক কাজ করা হয়েছে। সেইসব দেশে সরকার আপনাকে বলতে পারে যে আপনাকে জেলে পাঠানো হবে। এটা অনেক বড় ক্ষমতার প্রকাশ।'  


আরও পড়ুন: Multibagger Stock: শেয়ার বাজারের রাজা এই ১৪ টাকার শেয়ার, ৬ মাসেই টাকা দ্বিগুণ করেছে