Threads App: চলতি বছর জুন মাসে মেটা (Meta) লঞ্চ করেছিল তৎকালীন ট্যুইটার এবং বর্তমানে এক্স (X) মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস (Threads)। এই অ্যাপে শুরুর দিকে ট্যুইটারের অনেক ফিচারই অনুপস্থিত ছিল। সেই তালিকায় ছিল ট্যুইটারের (বর্তমানে এক্স) জনপ্রিয় ফিচার 'হ্যাশট্যাগ' (Hashtags)। সম্প্রতি শোনা গিয়েছে, এবার 'হ্যাশট্যাগ' ফিচার আসতে চলেছে থ্রেডস অ্যাপে। যদিও ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, থ্রেডস অ্যাপ কখনই ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে তৈরি হয়নি। যদিও বর্তমানের এক্স মাধ্যম এবং থ্রেডস অ্যাপের মধ্যে ফিচারের নিরিখে অনেক মিল রয়েছে।
থ্রেডস অ্যাপে আসছে হ্যাশট্যাগ, তবে রয়েছে একটু চমক
আগের ট্যুইটার এবং বর্তমানের এক্স মাধ্যমে হ্যাশট্যাগ বেশ জনপ্রিয় ফিচার। মেটার আরও এক অ্যাপ ইনস্টাগ্রামেও এই ফিচারের চল রয়েছে। এমনকি বর্তমানে মেটা (আগে ফেসবুক) অ্যাপেও হ্যাশট্যাগের যথেষ্ট চল রয়েছে। এবার সেই ফিচারই চালু হতে চলেছে থ্রেডস অ্যাপে। তবে থ্রেডস অ্যাপে হ্যাশট্যাগ কোনও স্পেশ্যাল ক্যারেক্টারের সঙ্গে দেখা যাবে না। বরং নীল রঙে হাইপারলিঙ্ক থাকা শব্দের সঙ্গে দেখা যাবে হ্যাশট্যাগ। এর পাশাপাশি জানা গিয়েছে, থ্রেডস অ্যাপে যেকোনও একটি পোস্টে একবারই ব্যবহার করা যাবে হ্যাশট্যাগ দেওয়া শব্দ। অর্থাৎ একটি পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না ইউজাররা। সাধারণত একটি পোস্টকে বুস্ট করার জন্যই একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। তবে থ্রেডস অ্যাপে তা করা যাবে না। সবার প্রথমে অস্ট্রেলিয়ার বাসিন্দারা থ্রেডস অ্যাপে হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ পাবেন। তারপর ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও থ্রেডস অ্যাপে চালু হবে হ্যাশট্যাগ ফিচার। থ্রেডস অ্যাপে যে হ্যাশট্যাগ ফিচার চালু হতে চলেছে তা নিশ্চিত করেছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ।
থ্রেডস অ্যাপের অন্য দুই আপডেট
থ্রেডস অ্যাপ খুলতে গেলে একজন ইউজারের প্রয়োজন হয় ইনস্টাগ্রাম ক্রেডেন্সিয়াল। শুরুতে নিয়ম ছিল থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ওই ইউজারকে নিজের ইনস্টা অ্যাকাউন্টও ডিলিট করতে হবে। তবে কিছুদিন আগে শোনা গিয়েছে, ইউজাররা তাঁদের থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এমনিই। এর জন্য তাঁদের ইনস্টাগ্রাম থেকে বিদায় নিতে হবে না। ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি সোশ্যাল মিডিয়া পোস্টে এই পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, থ্রেডস অ্যাপে দুটো নতুন আপডেট যুক্ত হতে চলেছে। তার মধ্যে একটি হল যে ইউজাররা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট না করলেও থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটের সুযোগ পাবেন। এক্ষেত্রে থ্রেডস অ্যাপের সেটিংসে গেলেও অ্যাকাউন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভের ফিচার দেখতে পাবেন ইউজাররা। অন্যদিকে বলা হয়েছিল, যতক্ষণ না ইউজার নিজে চাইবেন ততক্ষণ পর্যন্ত তাঁর থ্রেডস অ্যাপের পোস্ট মেটার- র অন্যান্য মাধ্যমে অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রকাশিত হবে না।