Whatsapp Chat Transfer: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে (Whatsapp Features) চালু হয়েছে নতুন একটি ফিচার। মেটা'র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছেন এবার থেকে ইউজাররা দুটি ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার (Whatsapp Chat History) করার সুবিধা পাবেন। এক্ষেত্রে একদম নিরাপদ থাকবে ইউজারদের চ্যাট হিস্ট্রি। জানা গিয়েছে, কিউআর কোডের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করা যাবে। বর্তমানে যে ফিচার চালু হয়েছে সেখানে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। তবেই ট্রান্সফার করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি। আর যে ডিভাইস থেকে চ্যাট ট্রন্সফার করা হবে সেখানেও থেকে যাবে চ্যাট হিস্ট্রি। কিউআর কোড অথেনটিফিকেশনের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার ফলে ইউজারদের যাবতীয় তথ্য নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। ফেসবুকে এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ। 



এর আগেই চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করার সুবিধা দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজনীয়তা ছিল এতদিন। অথবা ক্লাউড সার্ভিসে ব্যাকআপ আপডেটের মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা যেত। তবে নতুন ফিচারের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার সুবিধা থাকায় সমগ্র প্রক্রিয়া আরও নিরাপদ এবং সুরক্ষিত হয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, এক ডিভাইস থেকে অন্যটিতে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করা হলেও দুটো ডিভাইসেই চ্যাট হিস্ট্রি বজায় থাকবে। বিভিন্ন বড় সাইজের মিডিয়া ফাইলও ট্রান্সফার করা সম্ভব হবে। যে দুই ডিভাইসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে সেখানে ওয়াই-ফাই কানেকশন চালু থাকতে হবে। এছাড়াও লোকেশন অপশন এনাবেল বা অন রাখতে হবে। পুরনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং মিডিয়া ফাইল ট্রান্সফারের পদ্ধতি হল Settings > Chats > Chats Transfer > Scan the QR code- এটি। 


হোয়াটসঅ্যাপ পিন মেসেজ


ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সংস্থা একাধিক ফিচার নিয়ে কাজ করছে। প্রায় প্রতি মাসেই হোয়াটসঅ্যাপের তরফে কোনও নতুন ফিচার লঞ্চ করা হয়। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে মেসেজ পিন (Pin Message) করে রাখার ক্ষেত্রে টাইমার সেট করা যাবে। অর্থাৎ ইউজার একটি মেসেজ বা চ্যাট কতক্ষণ পিন করে রাখতে চাইছেন তা আগে থেকেই টাইমার সেট করে তৈরি রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ সংস্থা message pin duration ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ব্যক্তিগত মেসেজ এবং গ্রুপ চ্যাট, দু'ক্ষেত্রেই এই ফিচার কার্যকর হবে। 


আরও পড়ুন- বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?