Layoffs: দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। এমনিতেও মেটা সিইও মার্ক জুকেরবার্গ কর্মদক্ষতার উপর জোর দিয়েছেন, এটাই এখন সংস্থার লক্ষ্যমাত্রা। আর সংস্থায় দক্ষ কর্মী রাখার জন্যই নতুন করে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা।
অন্যদিকে জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে প্রায় ১১ হাজার এবং এবছর মার্চ মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ। অ্যামাজন সংস্থা তিন দফায় প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করে শীর্ষে রয়েছে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মেটা। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই প্রায় সব সংস্থার সঙ্গী হয়ে গিয়েছে। চলতি বছর ৫৯৪টি প্রযুক্তি কোম্পানি ১,৭১,৩০৮ কর্মী ছাঁটাই করেছে। layoffs.fyi- এর সাম্প্রতিক ডেটা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ২০২২ সালে ১০৫২টি টেক কোম্পানি ১,৬১,৪১১ জন কর্মীকে ছাঁটাই করেছিল।
ফের কর্মী ছাঁটাই হতে পারে বিশ্বের প্রথম সারির তাবড় দুই সংস্থায়। অ্যামাজন (Amazon) এবং গুগলে (Google) ফের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। এমনটাই আভাস দিয়েছেন এই দুই সংস্থার সিইও। ব্যবসার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছে এই দুই সংস্থা। সেই পরিস্থিতিতেই নতুন করে কর্মী ছাঁটাইয়ের আভাস দেওয়া হয়েছে। এর আগেও ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন এবং গুগল- এই দুই সংস্থা। ২০২২ সালের শেষদিক থেকেই শুরু হয়েছিল কর্মী ছাঁটাই প্রক্রিয়া। চলতি বছরেও এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বেশ কিছু সংস্থায়।
আরও পড়ুন- ক্রোমের ২০ মিলিয়ন ডলারের অ্যান্টি-ম্যালওয়্যার পেটেন্ট মামলায় জয়ী গুগল