ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিলাসপুর-কাটনি রেলপথে দুর্ঘটনা। সিংপুর রেলস্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের পর রেললাইন জুড়ে উল্টে পড়ে ইঞ্জিন-সহ একাধিক কামরা। ধাক্কার পর দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুই ইঞ্জিনচালক আহত (Injured) হয়েছেন। দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। বিলাসপুর-কাটনি শাখায় রেল চলাচলে বিঘ্ন।


 






২টি মালগাড়ির মধ্যে এত জোরে সংঘর্ষ হয়েছে যে বগিগুলি একটা আরেকটার উপর এসে পড়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর (ANI) তরফে একটি ট্যুইটে দুর্ঘটনাগ্রস্ত ২টি মালগাড়ির (goods train) ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে রেললাইনের উপর কার্যত স্তূপাকারে পড়ে রয়েছে রেলের বগি। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। মালগাড়ি ২টিার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। আগুন যাতে অন্যত্র না ছড়ায় তার জন্য কাজ চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক গোলযোগ নাকি মানুষের ভুলে এই দুর্ঘটনা তা খোঁজ নেওয়া হচ্ছে। 


আগেও ট্রেন দুর্ঘটনা:
চলতি বছরেই ফেব্রুয়ারিতে বিহারে মালগাড়ি দুর্ঘটনা ঘটেছিল। বিহারে রোহতাস জেলার গয়া দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে পহলেজা এবং কারাবান্দিয়া স্টেশনের মাঝের ফ্রেইট করিডোরের সাব-লাইনে দুর্ঘটনা ঘটেছিল। ১৩ বগির মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছিল। মালবাহী গাড়িটি দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়ার দিকে যাচ্ছিল। তেন্ডুয়া দুসাধি গ্রামের কাছে সেটির ১৩টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পরই রেলকর্মীরা সেখানে পৌঁছে যান। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল ধাক্কা খেলেও রেলকর্মীরা তা স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা করছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মালবাহী গাড়িটির সব কামরাই খালি ছিল। দুর্ঘটনার পর কয়েকটি কামরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কয়েকটি আবার লাগোয়া গমের খেতে আছড়ে পড়ে। 


আরও পড়ুন: ইনফোসিসের শেয়ারে ধস, একদিনে ৫০০ কোটিরও বেশি লোকসান ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর