Meta Layoffs: গত বছর থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। বিশ্বের বিভিন্ন সংস্থায় বিশেষ করে প্রযুক্তি সংস্থায় (Tech Company) ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। মেটা (Meta) সংস্থায় এর প্রভাব পড়েছে সবথেকে বেশি। প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই হয়েছে এই সংস্থা থেকে। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, মেটা সংস্থা থেকে আরও কর্মী ছাঁটাই হতে চলেছে। এর পাশপাশি সূত্রের খবর যে, ইতিমধ্যেই কয়েক হাজার কর্মীকে মেটা কর্তৃপক্ষ 'subpar ratings' দিয়েছে। কর্মীদের লো পারফরম্যান্স অনুসারে এই রেটিং দেওয়া হয়েছে বলে খবর। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, আগামী কয়েক মাসে আরও কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করবে মেটা সংস্থা। Wall Street Journal- এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ কর্মীদের তাঁদের খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে 'subpar ratings' দিয়েছে। দীর্ঘ সময় ধরে কোম্পানিতে যাঁদের কাজের মান বেশ খারাপ, তাঁদের ক্ষেত্রেই এই রেটিং প্রদান করা হয়েছে।
মেটা সংস্থায় যে নতুন করে কর্মী ছাঁটাই হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ কিছুদিন আগেই নতুন করে মিডল ম্যানেজারদের নোটিস পাঠিয়েছিলেন মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ। সূত্রের খবর, আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকে ফের কর্মী ছাঁটাই হতে পারে মেটা সংস্থায়। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে মেটা কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। এমনকি কোন কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই হতে পারে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, মেটা সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে কর্মী ছাঁটাই করা হয়েছিল। এক দফায় প্রায় ১২ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিসংখ্যান বলছেন গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৩ শতাংশ একধাক্কায় কমিয়ে ফেলেছে মেটা কর্তৃপক্ষ। নতুন করে ছাঁটাইয়ের কথা শোনা যাওয়ায় এবার ফের শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ।
খুব তাড়াতাড়ি মেটা সংস্থায় দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন মিডল ম্যানেজারকে নোটিস পাঠিয়ে সতর্ক করেছেন জুকেরবার্গ। মেটা- র সিইও সম্প্রতি একটি মিটিংয়ে এই সতর্কবার্তা দিয়েছেন। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে মেটা কোম্পানিতে খুব তাড়াতাড়ি নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। কতজন কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন- ভারতীয়দের জন্য দুঃসংবাদ! রাতারাতি প্রচুর কর্মী ছাঁটাই করল গুগল কর্তৃপক্ষ