নয়াদিল্লি: চলতি মাসেই ভারতের বাজারে আসছে এমআই ১১ আল্ট্রা (Mi 11 Ultra )। চিনের সংস্থা শাওমি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ এপ্রিল ভারতে  বিক্রি শুরু হবে এই ফোন। চিনের সংস্থা জানিয়েছে, এমআই ১১ আল্ট্রা (Mi 11 Ultra ) ফোনে আছে ত্রিপল রেয়ার ক্যামেরা। এই ক্য়ামেরা জুম করা যাবে ১২০ গুণ। ফোনে ইফোর অ্যামোলেড (E4 AMOLED) ডিসপ্লে ছাড়াও আছে আরও একটি টাচ ডিসপ্লে। যেখানে সময় সহ বাকি তথ্য পাওয়া যাবে।


শাওমি-র পক্ষ থেকে এমআই ১১ আল্ট্রা (Mi 11 Ultra )-কে সুপার ফোন বলে ব্যাখ্যা করা হয়েছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্থা লিখেছে সেভ দ্য ডেট। যারা ওই দিনই ফোন কিনতে চান তাদের নোটিফাই মি বোতাম টিপতে বলেছে সংস্থা। চিনে সংস্থার এই ফোনের ৩ ধরনের ফিচারের কথা জানিয়েছে। ৮ জিবি র‌্যাম সহ স্টোরেজ ২৫৬ জিবি। তার দাম ভারতীয় মুদ্রায় ৬৬ হাজার ৪০০ টাকা। ১২ জিবি র‌্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ভারতীয় মুদ্রায় ৭২ হাজার টাকা। ১২ জিবি র‌্যাম সহ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৭৭ হাজার ৫০০ টাকা। কালো এবং সাদা ছাড়াও সাদা সেরামিক স্পেশাল এডিশন আছে। জানা গিয়েছে, ভারতের বাজারে এই ফোনের দাম সামান্য বেশি হবে।


এমআই ১১ আল্ট্রা (Mi 11 Ultra ) তে আছে অ্যান্ড্রয়েড ১১। ফোনের সাইজ ৬.৮১ ইঞ্চি। ফোনে ইফোর অ্যামোলেড (E4 AMOLED) ডিসপ্লে আছে। পাশাপাশি আছে অ্যামোলেড সেকেন্ডারি টাচ ডিসপ্লে। সেলফি তোলার জন্য এটি ব্যবহার করা যাবে। পাশাপাশি নোটিফিকেশন, ব্যাটারির অবস্থা, আবহাওয়া, সময় সম্পর্কে জানা যাবে। কানেকভিটির জন্য এই ফোনে আছে ৫ জি এবং ৪জি ভোল্টি। সঙ্গে আছে ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ সি। ফোনের ওজন ২২৫ গ্রাম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে অত্য়াধুনিক স্টিরিও স্পিকার।