Microsoft Layoffs: কর্মী ছাঁটাই অব্যাহত থাকছে মাইক্রোসফট (Microsoft) সংস্থায়। নতুন করে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই (Layoffs) হবে বলে শোনা গিয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে মাইক্রোসফট সংস্থা থেকে একধাক্কায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। সেই সময় মাইক্রোসফটের ওয়াশিংটন বিভাগ থেকে ২৭৬ জনের চাকরি খোয়া গিয়েছিল। মূলত কাস্টোমার সার্ভিস, সাপোর্ট, সেলস এইসব বিভাগ থেকেই কর্মী ছাঁটাই করা হয়েছিল। পরিসংখ্যান অনুসারে এই ২৭৬ জন কর্মীর মধ্যে ৬৬ জন কাজ করছিলেন ভার্চুয়ালি। মাইক্রোসফটের ওয়াশিংটন ডিভিশন থেকে ছাঁটাই হওয়া কর্মীদের বেশিরভাগই লিঙ্কডইন মাধ্যমে চাকরি খোয়া যাওয়া প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন। 


বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, মাত্র এক সপ্তাহ আগেই ২০২৪ সালের নতুন অর্থবর্ষ শুরু করেছে মাইক্রোসফট। আর তার পরেই এরকম বড় একটি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ঘটনা বিরল এবং অনভিপ্রেত। এর মাঝেই মাইক্রোসফটের পুরনো কর্মীদের মধ্যে দেখা গিয়েছে আর একটি ধারা। লিঙ্কডইনে তাঁরা নতুন চাকরি খুঁজতে শুরু করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে যখন মাইক্রোসফট কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল সেই সময়ে সংস্থার তরফে বলা হয়েছিল যে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ করেছে তারা। এর পাশপাশি সেই সময়ের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন বা পরিস্থিতিকেও দায়ী করা হয়েছিল। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও ইমেলের মাধ্যমে জানিয়েছিলেন যে সংস্থা কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে।


সম্প্রতি শাওমি ইন্ডিয়ার তরফেও কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে


সূত্রের খবর, শাওমি সংস্থা চাইছে তাদের কর্মী সংখ্যা ১০০০- এর কম থাকুক। আর সেই জন্যই কর্মী ছাঁটাই করতে পারে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত অর্থবর্ষের দুই ত্রৈমাসিক অনুসারে ভারতে শাওমির মোবাইল মার্কেট শেয়ার নিম্নগামী হয়েছে। সেই কারণে সংস্থার কার্যকলাপ পুনর্গঠনের চেষ্টাও চালাবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুসারে, গত কয়েক সপ্তাহে শাওমি ইন্ডিয়া সংস্থা থেকে জনা ৩০ কর্মী চাকরি খুইয়েছেন। আরও বেশি সংখ্যক কর্মীর হাতে রিয়েলমি ইন্ডিয়া কর্তৃপক্ষ পিঙ্ক স্লিপ ধরাবে বলে মনে করানো হচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতে শাওমি ইন্ডিয়া সংস্থায় ১৪০০ থেকে ১৫০০ কর্মী ছিলেন। শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে যখন যেখানে নিয়োগের প্রয়োজন থাকবে সেখানে কর্মী নিয়োগ করা হবে। আপাতত সংস্থার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির নিরিখে এবং বাজার অনুসারে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ কর্মীদের সংখ্যা কমানোর চেষ্টায় রয়েছে। 


আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে গুলেনবেরি সিনড্রোম, জারি ইমার্জেন্সি, প্যারালিসিস থেকে মৃত্যু ঘটে যেতে পারে বড় বিপদ !