নয়াদিল্লি: মাইক্রোসফ্ট বিভ্রাটের দরুণ অতি সম্প্রতি থমকে গিয়েছিল গোটা বিশ্ব। কর্পোরেট অফিস থেকে বিমানবন্দর, ব্যাঙ্ক, শেয়ার বাজার, সর্বত্র প্রভাব পড়ে। সেই নিয়ে তদন্তের পূ্র্ণাঙ্গ রিপোর্ট এখনও হাতে আসেনি। সেই আবহেই ফের মাইক্রোসফ্ট বিভ্রাটের কবলে গোটা পৃথিবী। মাইক্রোসফ্ট অ্যাপ্লিকেশন এবং ক্লাউট সার্ভিসেস কাজ করছে না বলে খবর উঠে আসছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফ্ট। (Microsoft Outage)


ব্রিটেন-সহ একাধিক দেশে ফের মাইক্রোসফ্ট বিভ্রাট ঘটেছে। ইমেল পরিষেবা, Outlook, Minecraft-সহ কিছুই খুলছে না বলে অভিযোগ করেছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার বিকেল থেকে বিভ্রাট দেখা দেয় বলে জানা গিয়েছে। দু'সপ্তাহেরও কম সময়ে পর পর দু'বার মাইক্রোসফ্ট বিভ্রাট ঘিরে থমকে গিয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। কম্পিউটারে কাজই করতে পারছেন না অনেকে। (Microsoft Services)


এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, একাধিক মাইক্রোসফ্ট ৩৬৫ পরিষেবা, যার আওতায় Microsoft Team, Word, Excel, PowerPoint, Outlook, OneDrive-এর মতো একাধিক পরিষেবা পড়ে, সেটি কাজ করছে না। কম্পিউটার, ল্যাপটপে কাজ করতে পারছেন না কেউ। কেউ অ্যাপ ব্যবহার করতে পারছেন না, কারও কম্পিউটারই খুলছে না। 


আরও পড়ুন: Nothing Phone 2a Plus: নাথিং ফোন ২এ প্লাস মডেলের দাম কত হতে পারে ভারতে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?


এই আবহে মাইক্রোসফ্টের তরফে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, "পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাইক্রোসফ্ট বিভ্রাটের যে খবর আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী আমরা। আমাদের বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব সমাধান বের করার চেষ্টা চলছে।"


মাইক্রোসফ্টের ওয়েবসাইটেও বিভ্রাটের কথা স্বীকার করা হয়েছে। নেটওয়র্ক পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। Microsoft Azure, যা মাইক্রোসফ্টের একাধিক পরিষেবা প্রদানের প্ল্যাটফর্ম, তার নেটওয়র্ক পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। এর আগে, চলতি মাসেই ৮০ লক্ষ কম্পিউটারের উইন্ডো অপারেটিং সিস্টেম বসে যায়। সাইবার সিকিওরিটি সংস্থা CrowdStrike Holdings INC-র সফ্টওয়্যার আপডেটে কিছু সমস্যা থাকাতেই বিপত্তি ঘটে সেবার। হঠাৎই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়ে আপনা আপনি চালু হয় আবার।


এ ছাড়াও, পর পর বেশ কয়েক বার সাইবার হানার কবলেও পড়ে মাইক্রোসফ্ট। সেই নিয়ে আমেরিকার সরকারও সরব হয়েছে। সংস্থার প্রযুক্তিতে সামগ্রিক পরিবর্তন আনার দাবি তোলে তারা। ঘটনাচক্রে, মঙ্গলবার নতুন করে যখন মাইক্রোসফ্ট বিভ্রাট দেখা দিল, সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর কয়েক ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীদের সামনে আয়ব্য়য়ের হিসেব তুলে ধরবে মাইক্রোসফ্ট। যন্ত্রমেধা পরিষেবাকে সামনে রেখে আরও বিনিয়োগ টানাই লক্ষ্য তাদের, তার আগেই নতুন করে বিপত্তি।