TRAI Guideline: আগামী জুলাই মাস থেকেই বদলে যাবে মোবাইল নম্বর (TRAI) সংক্রান্ত বেশ কিছু নিয়ম। জালিয়াতির সংখ্যা এবং এমন অনভিপ্রেত ঘটনা কমিয়ে আনতে সরকার টেলিকম সংক্রান্ত নিয়ম কানুনে বেশ কিছু বদল (SIM Card Rule) আনতে চলেছে। কিছু ক্ষেত্রে নিয়ম আরও কড়া হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই এই বদলে যাওয়া নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।


১৪ মার্চ জারি হয়েছিল নিয়ম


এই প্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে একটি অফিসিয়াল স্টেটমেন্টে শুক্রবার জানিয়েছে টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি রেগুলেশন ২০০৪-এ কিছু সংশোধন আনা হয়েছে, এটা ৯ম সংশোধন। আগামী ১ জুলাই সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওরফে TRAI বিগত ১৪ মার্চ ২০২৪ তারিখে এই নিয়ে একটি কড়া নিয়ম জারি করেছিল। এবার সেই নিয়ম কার্যকর হতে চলেছে।


এই বছর জানুয়ারি মাসেও কিছু নিয়মে বদল এনেছিল TRAI। বলা হয়েছিল, গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের থেকে অনুমতি নিতে হবে টেলিকম সংস্থাকে। সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। TRAi এর সঙ্গে আরও একটি নিয়ম জারি করে জানিয়েছে যে, সিম সোয়্যাপের মেয়াদ শেষ হওয়ার আগে সাত দিনের মধ্যে টেলিকম অপারেটর (SIM Card Rule) একটি আট সংখ্যার ইউপিসি কোড পাঠাবে গ্রাহকে যা হল Unique Porting Code। মোবাইল নম্বর পোর্ট করার জন্য এটিই প্রথম ধাপ। এই পদ্ধতিতে গ্রাহকেরা টেলিকম অপারেটরকে মেসেজ করে সেই ৮ সংখ্যার ইউপিসি কোড পান।


ইউনিক পোর্টিং কোডে নতুন নিয়ম


মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে TRAI মোবাইল নম্বর সংক্রান্ত নিয়মে যে বদল এনেছে তা মূলত মোবাইল নম্বর পোর্ট করে অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর জন্য। সিম সোয়্যাপ বা সিম রিপ্লেসমেন্টের নিয়মে এসেছে বদল। এই নতুন সংশোধিত আইনে একটা নতুন প্রভিশন যোগ করা হয়েছে যা কিনা ইউনিক পোর্টিং কোড সংক্রান্ত। মোবাইল নম্বর পোর্টিংয়ের ক্ষেত্রে যা কাজে লাগে।


এই ধরনের আবেদন খারিজ হবে


মন্ত্রক জানিয়েছে, এই নতুন আইনে ইউনিক পোর্টিং কোড বদলানোর জন্য কোনও আবেদন জমা পড়লে তা খারিজ হয়ে যাবে। সিম সোয়্যাপ করা বা সিম রিপ্লেস করার ৭ দিনের মধ্যেই যদি কেউ এই ইউনিক পোর্টিং কোডের আবেদন করেন, তাহলে সেই আবেদন খারিজ হয়ে যাবে। ফলে কমপক্ষে ৭ দিন পরেই মোবাইল নম্বর পোর্টিংয়ের আবেদন করা যাবে।


আরও পড়ুন: Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?