Vodafone Tariff Hike: প্রথমে জিও, তারপর এয়ারটেল, এবার ভোডাফোন আইডিয়া। দাম বাড়ছে ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর (Vodafone Idea Price Hike) হিসেবে ভোডাফোনের গ্রাহক সংখ্যা। এবারে অন্য দুই বড় প্রতিদ্বন্দ্বী দাম বাড়িয়েছে রিচার্জের আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোডাফোনের। টেলিকম সংস্থা তাদের প্রিপেইড ও পোস্ট-পেইড দুই রকম প্ল্যানেরই দাম বাড়াতে চলেছে আগামী ৪ জুলাই থেকে। জানা গিয়েছে ১০ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়বে দাম। আগামী ৪ জুলাই ২০২৪ থেকে দাম বাড়বে ভোডাফোনের (Vodafone Price Hike) রিচার্জের।


এই ট্যারিফ প্ল্যান বাড়ানোর তথ্য একটি বিবৃতিতে জানিয়েছে ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটর সংস্থা। স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে ভোডাফোন তাদের দাম বাড়ানোর কথা জানিয়েছে। ভোডাফোন জানিয়েছে, সংস্থা তাদের এন্ট্রি লেভেল গ্রাহকদের সহায়তা করবে এবং সেই কারণে এন্ট্রি লেভেল গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান স্বাভাবিক রাখা হয়েছে। খুবই কম রাখা হয়েছে তাদের রিচার্জ প্ল্যান। তবে যারা বেশিমাত্রায় ব্যবহার করেন, তাদের জন্য চার্জ অনেকটাই বাড়তে চলেছে।


ভোডাফোনের ট্যারিফ প্ল্যানের দিকে তাকালে, ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান এবারে দিতে হবে ১৯৯ টাকা। ৪৫৯ টাকার রিচার্জ এবারে খরচ পড়বে ৫০৯ টাকা। ৩৬৫ দিনের ভ্যালিডিটির জন্য যেখানে আগে খরচ পড়ত ১৭৯৯ টাকা, সেখানে খরচ হবে ১৯৯৯ টাকা। পোস্ট-পেইড প্ল্যানের ক্ষেত্রে ৪০১ টাকার প্ল্যানে এবার দিতে হবে ৪৫১ টাকা, ৫০১ টাকার রিচার্জ বেড়ে হবে ৫৫১ টাকা। আবার ৬০১ টাকার ফ্যামিলি প্ল্যানে ৭০১ টাকা দিতে হবে। আর ১০০১ টাকার রিচার্জে দিতে হবে ১২০১ টাকা।




ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে দেশের মধ্যে এই সংস্থাই একমাত্র টেলিকম অপারেটর যারা রাতে প্রত্যেক প্রি-পেইড গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। সংস্থা এবার থেকে ৪জি পরিষেবায় বেশি করে বিনিয়গ করতে চলেছে এবং ৫জি মোবাইল পরিষেবা নিয়ে আসতে চলেছে। বৃহস্পতিবার, সবার প্রথম রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। তারপর শুক্রবারে একইভাবে রিচার্জের খরচ বাড়ায় ভারতী এয়ারটেল। এবং তারপর অবধারিতভাবে দাম বাড়াতে চলেছে ভোডাফোনও।


২০২১ সালের ডিসেম্বর মাস থেকে দাম বাড়ায়নি কোনও টেলিকম অপারেটর। এই সময়ের মধ্যে ৫জি স্পেকট্রাম পরিষেবা দিতে শুরু করে এইসব সংস্থাগুলি। এবার ভোডাফোন আইডিয়াও তাদের ৫জি পরিষেবা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগ হওয়ার কারণে দাম বাড়ানোর চাপ আসছিল টেলিকম অপারেটর সংস্থাগুলির উপর।


আরও পড়ুন: Multibagger Stocks: ১.৫ টাকার স্টক এখন ৩৫৪ টাকায় ! ৫ বছরে দারুণ মুনাফা দিয়েছে এই স্টক