Moto Edge X30: একেবারে ভোল বদলে দেওয়ার মতো প্রযুক্তি। সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেল মোটো। পাঞ্চ হোল ক্যামেরা, ওয়াটার ড্রপ নচের পরিবর্তে এবার স্ক্রিনের তলায় সেলফি ক্যামেরা আনল মোটোরোলা (Motorola)।


Motorola Phones: Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণটি কার্যত ডিসপ্লের নিচে লুকিয়ে থাকে। আগে চিনে লঞ্চ হয়েছিল Moto Edge X30-র এই সংস্করণ।এই স্মার্টফোনে একটি octa-core Snapdragon 8th Gen চিপসেট রয়েছে। সঙ্গে পাবেন 120 হার্টজের ডিসপ্লে। Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণে রয়েছে 256GB অনবোর্ড স্টোরেজ।  


Moto Edge X30: দাম কত ফোনের ? 
12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। চিনে Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণের মূল্য CNY 3,499 (প্রায় 41,900 টাকা) রাখা হয়েছে। ফোনটি চিনে প্রি-অর্ডারে পাওয়া যাবে। আগামী 30 মার্চ থেকে চিনের বাজারে পাওয়া যাবে এই ফোন।চিনে পাওয়া গেলেও Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণ অন্য বাজারে কবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। 


Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণের আত্মপ্রকাশের পাশাপাশি, Motorola রেগুলার Moto Edge X30-এর দাম কমিয়ে দিয়েছে। স্মার্টফোনটি এখন CNY 2,799 (প্রায় 33,500) টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনের দাম গত বছর CNY 3,199 (প্রায় 38,200 টাকা) রাখা হয়েছিল।


Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণের স্পেসিফিকেশন


Moto Edge X30 আন্ডার-স্ক্রিন ক্যামেরা সংস্করণটি Android 12-এ চলে। এতে একটি 6.7-ইঞ্চি ফুল-HD+ (1,080x2,400 পিক্সেল) POLED ডিসপ্লে রয়েছে। যাতে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট ও 700 নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা। এই ফোন তৈরি হয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন 8 জেনারেশন চিপসেট দিয়ে। সঙ্গে রয়েছে 12 জিবি LPDDR5 র‍্যাম। একটি ট্রিপল রেয়ার 
ক্যামেরা সেটআপ রয়েছে ফোনে।যাতে একটি f/1.8 লেন্স সহ একটি 50-মেগাপিক্সেল OmniVision OV50A40 প্রাথমিক সেন্সর রয়েছে। সাথে একটি 50-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল শ্যুটার ও একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাবেন আপ