Moto G34 5G: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৩৪ ৫জি  (MOto G34 5G) কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। আজ সেই ফোনের বিক্রি শুরু হবে। যদি আপনি মোটোরোলার এই ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে একনজরে দেখে নিন ফোনের দাম এবং বিভিন্ন অফার। মোটো জি৩৪ ৫জি ফোনে রয়েছে ভেগান লেদার ফিনিশের রেয়ার প্যানেল। হাই রিফ্রেশ রেটের ঝাঁ-চকচকে ডিসপ্লে, একটি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়ারের সাপোর্ট। 


ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের দাম কত, কী কী রঙে কেনা যাবে, কোথা থেকে কিনতে পারবেন, কী কী সুবিধা রয়েছে


ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি৩৪ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের বেস মডেলের দাম কমে হবে ৯৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিংবা ইএমআই অপশনে এই ফোন কিনলে ক্রেতারা ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন। চারকোল ব্ল্যাক, ওশান গ্রিন, আইস ব্লু- এই তিনটি রঙে মোটো জি৩৪ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 


মোটো জি৩৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৫- র আপগ্রেড পাবেন ইউজাররা। এছাড়াও তিন বছরের জন্য সিকিউরিটি ফিচারেরও আপডেট পাওয়া যাবে। 

  • এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Panda Glass প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা সম্ভব। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাইরে ১ টিবি পর্যন্ত করা সম্ভব। মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১- এর সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। 


আরও পড়ুন- রিয়েলমি নোট সিরিজ লঞ্চ হতে চলেছে, কোন ফোন লঞ্চ হতে পারে এর আওতায়, ফাঁস নতুন ছবি