Motorola Smartphone: মোটোরোলা সংস্থা তাদের Edge সিরিজের (Motorola Edge Series) বিস্তার করতে চলেছে ভারতে। লেনোভো (Lenovo) অধিকৃত এই সংস্থা ভারতে নতুন দুটো ফোন লঞ্চ করতে চলেছে। তালিকায় রয়েছে মোটোরোলা Edge ৩০ আলট্রা (Motorola Edge 30 Ultra) এবং মোটোরোলা Edge ৩০ ফিউশন (Motorola Edge 30 Fusion)। জানা গিয়েছে, মোটোরোলা Edge সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৩ সেপ্টেম্বর।


মোটোরোলা Edge ৩০ আলট্রা ফোনে প্রথমবারের জন্য বেশ কিছু ফিচার লঞ্চ হতে চলেছে। যেমন এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেনসর। তার সঙ্গে থাকতে পারে ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। অন্যদিকে মোটোরোলা Edge ৩০ ফিউশন ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। এছাড়াও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।


মোটোরোলা Edge ৩০ আলট্রা এবং মোটোরোলা Edge ৩০ ফিউশন- এই দুই ফোনের সম্ভাব্য দাম


ইউরোপে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেখানে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনের দাম শুরু হচ্ছে EUR 600 বা ভারতীয় মুদ্রায় ৪৭,৮৫০ টাকা থেকে। কসমিক গ্রে, অরোরা হোয়াইট, সোলার গোল্ড এবং নেপচুন ব্লু- এই চার রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোন। এই ফোনে রয়েছে একটি ভেগান লেদার ফিনিশ।


অন্যদিকে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের দাম ইউরোপে শুরু হচ্ছে EUR 899.99 বা ভারতীয় মুদ্রায় ৭২,৯০০ টাকা থেকে। স্টারলাইট হোয়াইট এবং ইন্টেস্টেলার ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন।


মোটোরোলা Edge ৩০ আলট্রা এবং মোটোরোলা Edge ৩০ ফিউশন- এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন


মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এর উপরে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৫। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের একটি এবং ১২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে। এছাড়াও ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।


মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে থাকতে পারে একটি ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে ১২ জিবি র‍্যাম। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো, দাম কত এই স্মার্টওয়াচের? কী কী ফিচার রয়েছে