Flipkart Diwali Sale: বিগ বিলিয়ন ডে'জ সেল এবং দশেরা সেল- এর পর ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ দিওয়ালি সেল। ই-কমার্স সংস্থায় দীপাবলি উপলক্ষ্যে এই সেল শুরু হয়েছে ২ নভেম্বর। আর তা চলবে আগামী ১১ নভেম্বর পর্যত। জানা গিয়েছে, প্লাস মেম্বাররা ১ নভেম্বর থেকেই কেনাকাটার সুযোগ পেয়েছেন। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে মোটোরোলা সংস্থার একাধিক ফোনে থাকছে আকর্ষণীয় অফার। কোন মডেলের দাম কতটা কমেছে ফ্লিপকার্টের এই সেলে, চলুন একনজরে দেখে নেওয়া যাক। 


মোটোরোলা এজ ৪০- এই ফোনের বর্তমানে ফ্লিপকার্টে দাম ২৬,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। অর্থাৎ ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে মোটোরোলার এই ফোনের দাম ২২ শতাংশ কমেছে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে, ট্রিপল রেয়রা ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর, ৪৪০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ওয়্যারড টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট।


মোটোরোলা এজ ৪০ নিও- ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর, ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত poLED কার্ভড ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটি, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


মোটো জি৫৪ ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট। 


মোটো জি৮৪ ৫জি- মোটোরোলার এই ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, কোয়ালকম স্ন্যাপড্রাগ ৬৯৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে ১৮,৯৯৯ টাকা। 


মোটো জি১৪ এবং মোটো এ১৩- এই দুই ফোন ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে ১০ হাজার টাকার কমে। মোটো জি১৪ ফোনের৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৪৯৯ টাকা। অন্যদিকে মোটো ই১৩ ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। 


আরও পড়ুন- শেষ পর্যায়ে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, ১০ হাজার টাকার কমে কোন কোন ফোন পাবেন?