Motorola Smartphones: মোটোরোলা 'এজ' সিরিজের (Motorola Edge Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোন। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ প্রো (Motorola Edge 40 Pro) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। মোটোরোলার আসন্ন এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ডিজাইন এবং রঙ সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে। সেই সঙ্গে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কেও আন্দাজ পাওয়া গিয়েছে ওইসব তথ্য থেকে। বলা হচ্ছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। কালো, পার্পল এবং সাদা রঙে পাথরের মতো প্যাটার্ন সমেত মোটোরোলার এই ফোন লঞ্চ হতে পারে। কালো এবং পার্পল রঙের ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে faux leather টেক্সচার। এই ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের লক স্ক্রিনে ৩ এপ্রিল তারিখ দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, ওই দিনেই হয়তো লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। চিনে এই ফোন মোটো এক্স৫০ আলট্রা নামে লঞ্চ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। সেখানে মোটোরোলা এজ প্লাস (২০২৪) নামে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে কার্ভ ডিসপ্লে থাকতে পারে। তার উপরে থাকতে পারে হোল পাঞ্চ কাট আউট। সেখানে থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা সেনসর। slim bezels ডিজাইন দেখা যেতে পারে মোটোরোলার আসন্ন ফোনে।

  • ভলিউম এবং পাওয়ার বাটন থাকতে পারে ফোনের ডানদিকের অংশে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিতে চার্জ দেওয়া যেতে পারে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে। চার্জিং পোর্ট থাকতে পারে ফোনের নীচের দিকের অংশে।

  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনটি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার কথা শোনা গিয়েছে।

  • মোটোরোলার আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এছাড়াও ১৩ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৭৩ মিলিমিটারের টেলিফটো শুটার (৬এক্স জুম সমেত) থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং তার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।

  • মোটোরোলার আসন্ন ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?