Motorola Smartphone: ভারতে মোটরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোন লঞ্চ হবে একথা জানা গিয়েছিল। এবার মোটোরোলার (Motorola Smartphone) এই ফোন লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। এক্স মাধ্যমে মোটোরোলা ইন্ডিয়া (Motorola India) সংস্থা জানিয়েছে, আগামী ৩ এপ্রিল মোটোরোলা এজ ৫০ প্রো ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। এর পাশাপাশি মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। মোটোরোলা সংস্থা আগেই নিশ্চিত করে জানিয়েছে যে এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ক্যামেরা ফিচার থাকবে। 


এবার দেখে নিন মোটোরোলা এজ ৫০ প্রো ফোন সম্পর্কে এতদিন পর্যন্ত কী কী তথ্য জানা গিয়েছে 



  • অন্তত তিনটি রং কালো, পার্পল এবং গ্রে অথবা ক্রিম শেডে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন থাকার কথা রয়েছে।

  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনের ডিসপ্লের উপরের দিকের মাঝ-বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। 

  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এই ক্যামেরা সেনসরের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ ইউনিট। 

  • ইউজারদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে।

  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকবে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।

  • এছাড়াও এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


নাথিং-এর নতুন চমক, এমন কিছু লঞ্চ হতে চলেছে যা এর আগে কখনও হয়নি, দাবি সংস্থার 


নাথিং সংস্থা এক্স মাধ্যমে তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে গত ১৮ মার্চ ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখান থেকেই আভাস পাওয়া গিয়েছে যে, নাথিং সংস্থা এবার যা লঞ্চ করতে চলেছে তা সম্ভবত এর আগে কোনও কোম্পানি লঞ্চ করেনি। নাথিং সংস্থাই প্রথম ওই প্রোডাক্ট লঞ্চ করবে। তবে কী লঞ্চ হতে চলেছে তার কোনও আভাস পাওয়া যায়নি।


আরও পড়ুন- আইফোন ১৬-র থেকেও উন্নত ডিসপ্লে থাকতে পারে গুগল পিক্সেল ৮এ ফোনে, লঞ্চের আগে কী কী জানা গেল?