Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ ফোন ভারতে লঞ্চ হতে পারে এবার। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর থেকেই অনুমান করা হচ্ছে যে মোটোরোলা এজ ৫০ ফোন ভারতে লঞ্চ হতে আর হয়তো বেশি দেরি নেই। গতবছর ভারতে লঞ্চ করেছিল মোটোরোলা এজ ৪০ ফোন। এবার আসছে এই ফোনের সাকসেসর মডেল। অনুমান করা হচ্ছে মোটোরোলা এজ ৫০ ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো, মোটোরোলা এজ ৫০ আলট্রা এবং মোটোরোলা এজ ৫০ ফিউশন- এই ফোনগুলি। এবার লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ ফোন। তবে এই ফোন লঞ্চের কোনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। কিন্তু খুব বেশি দেরি নেই বলেই আশা করা হচ্ছে। 


মে মাসে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন 


মোটোরোলার এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ চিপ। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হয়েছে হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন। এর সঙ্গে রয়েছে ভেগান লেদার ফিনিশ। এছাড়াও রয়েছে ফরেস্ট ব্লু রঙের ফোন যেখানে polymethyl methacrylate ফিনিশ দেখা যাবে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- বাড়ছে ৫জি ফোনের চাহিদা, ভারতের বাজারে ফের সস্তায় ৫জি ফোন আনল ভিভো 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।