Motorola Phones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৬০ প্রো ফোন। মোটোরোলা এজ সিরিজের ফোন ভারতে এর আগেও লঞ্চ হয়েছে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এজ সিরিজের নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়াও মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে আপনি পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের ম্যান সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাবেন ইউজাররা। এর পাশাপাশি মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। এর সঙ্গে পাবেন ওয়্যারড, ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট। 

ভারতে মোটোরোলা এজ ৬০ প্রো ফোনের দাম কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৩৩,৯৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৬০ প্রো ফোন। 

মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি কোয়াড কার্ভড pOLED স্ক্রিন থাকছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে মোটোরোলা এজ সিরিজের নতুন ৫জি ফোনে। ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম। 
  • ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। এই স্পিকারে রয়েছে Dolby Atmos সাপোর্ট। এছাড়াও পাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার বেসড ফেস আনলক ফিচারের সাপোর্ট। ইউজারদের সুরক্ষায় থাকছে এইসব ফিচার। এটি একটি শক্তপোক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।