Motorola Foldable Phone: নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা রেজর ৪০ আলট্রা (Motorola Razr Ultra 40) ফোন। এই ডিভাইসে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। মোটোরোলার এই clamshell ফোল্ডেবল ফোন প্রথমে একটিই স্টোরেজ এবং দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছিল। এবার আরও একটি রঙে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোন লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে, এবার গ্লেসিয়ার ব্লু রঙে লঞ্চ হয়েছে এই ফোন। শুরুতে ভিভা ম্যাজেন্টা এবং ইনফাইনাইট ব্ল্যাক- এই দুই রঙে দেশে লঞ্চ হয়েছিল মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোন। এই ফোনের নতুন গ্লেসিয়ার ব্লু রঙের ভ্যারিয়েন্ট ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে ৭৯,৯৯৯ টাকায়।


মোটোরোলা এজ আলট্রা ৪০ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক



  • এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ইনার ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৩.৬ ইঞ্চির pOLED আউটার স্ক্রিন। এই ফোনের কভার প্যানেলের উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।

  • অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পরিচালিত হয় এই ফোন। এখানে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেনসর যেখানে যুক্ত রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। 

  • ফোনের ইনার ডিসপ্লেতেও রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর। মোটোরোলা রেজর আলট্রা ৪০ ফোনে রয়েছে IP52 রেটিং। অর্থাৎ এই ফোন ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হবে না। 


আইকিউওও ১২ সিরিজ


ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ। আইকিউওও ১২ সিরিজের দু'টি ফোন আইকিউওও ১২ এবং আইকিউওও ১২ প্রো চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। ভারতেও লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ সিরিজের ফোন। আগামী ১২ ডিসেম্বর এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে দেশে। বলা হচ্ছে, আইকিউওও ১২ সিরিজের ফোনই ভারতে লঞ্চ হতে চলা প্রথম মডেল যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই দুই ফোনের ডিজাইন মোটামুটি একই। তবে পার্থক্য রয়েছে ব্যাটারিতে। অনুমান করা হচ্ছে, চিনে লঞ্চ হওয়া আইকিউওও ১২ সিরিজের দুই ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র ফোন লঞ্চের দিনক্ষণই জানা গিয়েছে। আর কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 


আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই কোপ, ২ বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল