Motorola Foldable Smartphones: ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ফোল্ডেবল ফোনের (Foldable Phones)। তাই চিনের পর এবার ভারতেও মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন (Motorola Razr 50 Ultra) লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা। এটি একটি clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। এই clamshell স্টাইল বলতে বোঝায় ঝিনুকের মতো দেখতে জিনিস। যা ঢাকনা খোলা যাবে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এই রেজর ৫০ আলট্রা ফোনও অনেকটা এই স্টাইলের তৈরি হয়েছে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে কেনা যাবে, সেটাই নিশ্চিত ভাবে জানা গিয়েছে। মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে থাকতে চলেছে এআই ফিচার। চিনে আগামী ২৫ জুন লঞ্চ হতে চলেছে মোটোরোলার এই clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। অনুমান তার পর জুন মাসের একদম শেষভাগে কিংবা জুলাই মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন।
কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ফোনে (মোটোরোলা সংস্থা এগুলির কোনওটিই ঘোষণা করেনি)
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে। এর সঙ্গে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটোরোলার এই ফোনে ৩.৬ ইঞ্চির কভার স্ক্রিন এবং ৬.৯ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকতে পারে।
- মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে। সেখানে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যার সঙ্গে ২এক্স অপটিকাল জুম সাপোর্ট যুক্ত থাকতে পারে।
মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন যে ভারতে লঞ্চ হবে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেই সময় শোনা গিয়েছিল, একাধিক র্যাম এবং স্টোরেজ কনফিগারেশন দেখা যেতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে। আকার আয়তনে এই ফোন মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনের মতো হবে বলে অনুমান। কিন্তু সফটওয়্যারের নিরিখে অনেক উন্নত ফিচার দেখা যাবে বলে অনুমান। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে এই ফোন। থাকতে পারে একাধিক রঙের অপশন।
আরও পড়ুন- শাওমির সিনেম্যাটিক ভিশন ফোনের বিক্রি শুরু, অফারে কত কমে কেনা যাবে?