Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন (Motorola Edge 50 Ultra) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আগেই। এপ্রিল মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন (Motorola Edge 50 Fusion) মডেলের সঙ্গে। এই ফোন বর্তমানে কেনা যাচ্ছে ভারতেও। এবার দেশে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোন ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত ভাবে ঘোষণা করেছে মোটোরোলা সংস্থা। এক্স মাধ্যমে মোটোরোলা ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। শোনা আচ্ছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে থাকবে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ওয়্যারড এবং ওয়্যারলেস দু'ধরনের চার্জিং সাপোর্টই দেখা যাবে এই ফোনে। এছাড়াও মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের রেয়ার প্যানেলে বিশেষ উডেন টেক্সচার থাকতে চলেছে। অর্থাৎ ফোনের পিছনের অংশ দেখে মনে হবে যেন কাঠ দিয়ে তৈরি হয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচারগুলিই মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে বলে মনে করা হচ্ছে। 


 






মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে 



  • এই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। 

  • এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিভি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • Android 14-based Hello UI- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের একটী সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে টেলিফটো শুটার যেখানে থ্রি এক্স পর্যন্ত অপটিকাল জুম ফিচারের সাপোর্ট থাকবে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • মোটোরোলার এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ১২৫ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন, কবে লঞ্চ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।