Netflix: বিশ্বের জনপ্রিয় ওটিটি (OTT Platform) মাধ্যমগুলির মধ্যে অন্যতম হল নেটফ্লিক্স (Netflix)। তবে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের তুলনায় নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন খরচ কিছুটা বেশি। সেইজন বেশিরভাগ ইউজারের মধ্যেই 'পাসওয়ার্ড শেয়ারিং'- (Password Sharing) এর প্রবণতা রয়েছে। অর্থাৎ তিন বা চারজন ইউজার একসঙ্গে নেটফ্লিক্সে একটি অ্যাকাউন্ট খোলেন এবং সাবস্ক্রিপশন করেন। সেক্ষেত্রে খরচ ভাগ হয়ে যায়। আর পাসওয়ার্ড শেয়ারিং অপশন থাকায় সবাই মিলে একটা অ্যাকাউন্ট থেকেই কনটেন্ট দেখতে পারেন। তবে এই সুবিধাই নতুন বছর থেকে বন্ধ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ আর পাসওয়ার্ড শেয়ার করা যাবে না বন্ধুদের সঙ্গে। আর যদি পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্ট থেকে অনেকে সুবিধা পেতে চান, তাহলে দিতে হবে অতিরিক্ত টাকা। বিশ্বজুড়েই এই নতুন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। তবে নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও নেটফ্লিক্স কর্তৃপক্ষ ঘোষণা করেনি। শোনা গিয়েছে, নেটফ্লিক্সের একই পাসওয়ার্ড ব্যবহারকারীরা একই পরিবারের সদস্য কিনা তা বোঝার জন্য এবার থেকে নাকি ইউজারদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট যে ডিভাইস থেকে ব্যবহার করা হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখা হবে।
মূলত বিশ্বজুড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল নেটফ্লিক্স সংস্থা। কারণ একটা অ্যাকাউন্ট একের বেশি ইউজার মিলে ব্যবহার করলে কমে যায় গ্রাহক সংখ্যা। অর্থাৎ সাবস্ক্রিপশনের সঙ্গে সঙ্গে কমতে থাকে লাভের অর্থের পরিমাণ। সেই জন্যই এই পাসয়ার্ড শেয়ারিং পদ্ধতি বন্ধ করতে চাইছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী একজন ইউজার তাঁর বন্ধুকে নিজের নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানিয়ে দিলেও দ্বিতীয় ইউজার হয়তো আর বিনামূল্যে পরিষেবা পাবেন না। শোনা যাচ্ছে, একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে অ্যামাজন প্রাইমের ক্ষেত্রেও। আর ওটিটি প্ল্যাটফর্মগুলির এই নয়া নিয়ম না মানলে ইউজারকে জেল পর্যন্ত যেতে হতে পারে।
বাতিল হতেও পারে আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট
ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখা- বিশ্বের বিভিন্ন দেশে নেটফ্লিক্সের কনটেন্ট দেখা যায়। এবার আপনি যদি ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখতে যান এবং ধরা পড়েন তাহলে প্রথমে নেটফ্লিক্সের তরফে বার্তা পাঠানো হবে যে অবিলম্বে ভিপিএন ব্যবহার বন্ধ করুন। এই শর্তাবলী না মানলে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। মূলত ভিপিএনের মাধ্যমে ইউজারের অবস্থান লুকিয়ে রাখা যায়। অর্থাৎ আপনি ভারতে বসে অন্য দেশের কনটেন্ট দেখতে পাবেন। এই বিষয়টিই একেবারে পছন্দ করে না নেটফ্লিক্স সংস্থা। তাই ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানে থাকুন।
নেটফ্লিক্সের অরিজিনাল বা নিজস্ব কনটেন্ট রিপ্রোডিউস করা- যেকোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মই তাদের অরিজিনাল কনটেন্ট অন্য কেউ নকল করলে কড়া পদক্ষেপ নেয়। এক্ষেত্রে নেটফ্লিক্সের ব্যবস্থা একটু বেশিই কঠিন। তাই এ ব্যাপারে শুরু থেকেই সাবধানে থাকুন। নাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার সাধের নেটফ্লিক্স অ্যাকাউন্ট।
আরও পড়ুন- ট্যুইটারের সিইও হতে চান ইমেলের স্রষ্টা শিব আইয়াদুরাই