Twitter New CEO: ইমেলের আবিষ্কর্তা শিব আইয়াদুরাই সম্প্রতি ট্যুইটারের সিইও (Twitter New CEO) হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক (Elon Musk) নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন। আর তারপরই ট্যুইট করে শিব আইয়াদুরাই জানিয়েছন, তিনি ট্যুইটারের নতুন সিইও হতে চান। ট্যুইটারে ইমেলের স্রষ্টা লিখেছেন, তিনি ট্যুইটারের সিইও পদে যোগ দিতে আগ্রহী। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে চারটি ডিগ্রি পেয়েছেন তিনি। এর পাশাপাশি সাতটি সফল হাই-টেক সফটওয়্যার কোম্পানি তৈরি করেছেন তিনি। ট্যুইটারের সিইও পদে যোগদানের জন্য কীভাবে আবেদন করতে হবে তার পদ্ধতিও জানতে চেয়েছেন শিব আইয়াদুরাই।


দেখে নিন সেই ট্যুইট


 






কিছুদিন আগেই ট্যুইটারে একটি Poll অর্থাৎ ভোট করেছিলেন ইলন মাস্ক। সেখানে তিনি ইউজারদের জিজ্ঞেস করেছিলেন তাঁর সিইও পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা। এই Poll- এর ক্ষেত্রে প্রায় ১০ মিলিয়ন ইউজার সম্মতি জানিয়েছেন, অর্থাৎ তাঁদের মতে ট্যুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। এরপরেই একটি ট্যুইটে মাস্ক লিখেছিলেন, এই চাকরি নেওয়ার মতো বোকা কাউকে পেলেই তিনি সিইও পদ থেকে সরে যাবেন। তারপর শুধুমাত্র সফটওয়ার এবং সার্ভার দল চালাবেন। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, জোরকদমে ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ইলন মাস্ক। এমনকি এও শোনা গিয়েছে যে, ট্যুইটারে এই Poll বা ভোট করার আগে থেকেই নাকি ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ চালু হয়েছে। তবে এখনও ট্যুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেননি ইলন মাস্ক। 


সম্প্রতি ট্যুইটারের এই টানাপোড়েনে মাস্কের কাছে ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বখ্যাত ইউটিউবার 'মিস্টার বিস্ট' ডোনাল্ডসন। 


কে এই মিস্টার বিস্ট ?


বিশ্বখ্যাত ইউটিউবার বলেই তাঁর পরিচিতি রয়েছে। ইউটিউবে মোট ১২ মিলিয়ন ও ট্যুইটারে ১৬ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বিস্টের। তিনিই ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্বের সর্বোচ্চ আয়কারী ইউটিউবার মাস্ককে জিজ্ঞাসা করেছেন, তিনি কি ট্যুইটারের সিইও হতে পারেন? ২০২২-এর অক্টোবরে ট্যুইটার কিনে নেন মাস্ক। মোট ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটারের চুক্তি সম্পন্ন করেন তিনি। যারপরই বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বরখাস্ত করেন টেসলার মালিক। মাস্কের ট্যুইটারে দায়িত্ব নেওয়ার পরে ঘটে যায় অনেক পরিবর্তন। মাস্ক সম্প্রতি টুইটারের অর্ধেকেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছেন। 


আরও পড়ুন- পুরনো আইফোন অনেকদিন টিকিয়ে রাখতে কী কী করবেন? শিখে নিন তিনটি সহজ কৌশল