Tech News: এখনও যদি আপনি নিজের কেনা আসল আমাজন ফায়ার টিভি স্টিকটি ঘরে রেখে দিয়ে থাকেন বা সাশ্রয়ী হওয়ার দরুণ নস্টালজিয়া থেকে সেটাই ব্যবহার করে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত বদলের সময় এসে গিয়েছে। আপনি যদি নেটফ্লিক্সের পোকা হয়ে থাকেন, তাহলে এই কাজ আপনাকে সত্বর করতে হবে। ২০২৫ সালের ২ জুন থেকে বেশ কিছু ডিভাইসে (Netflix) আর দেখা যাবে না নেটফ্লিক্স। নেটফ্লিক্স জানিয়েছে বেশ কিছু প্রথম প্রজন্মের ফায়ার টিভি ডিভাইসে এই অ্যাপ সাপোর্ট করবে না আর। অর্থাৎ এর মাধ্যমে প্রাথমিক স্ট্রিমিং হার্ডওয়্যারের একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে।
নেটফ্লিক্সের এই সিদ্ধান্তের মূল কারণ রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মকে আরও উন্নত ভিডিয়ো ফর্ম্যাটে রূপান্তর করা। নেটফ্লিক্স এখন সম্প্রতি এভিওয়ান নামের একটি নতুন উচ্চ-ক্ষমতাযুক্ত কোডেক নিয়ে এসেছে যাতে আরও ভাল ভিডিয়ো কোয়ালিটি দেওয়া যায় গ্রাহকদের। প্রথম জেনারেশনের ফায়ার টিভি ডিভাইসগুলিতে এই এভিওয়ান সাপোর্ট করে না। আর তাই এই সমস্ত ডিভাইসগুলিতে প্রামাণ্য ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না যা নেটফ্লিক্স এখন চালাচ্ছে। ফলে এই ডিভাইসগুলিতে আর দেখা যাবে না নেটফ্লিক্স।
যে সমস্ত ডিভাইসে নেটফ্লিক্স পরিষেবা বন্ধ হবে সেগুলির মধ্যে রয়েছে আমাজন ফায়ার টিভি (২০১৪), ফায়ার টিভি স্টিক (২০১৪), ফায়ার টিভি স্টিক উইথ অ্যালেক্সা ভয়েস রিমোট (২০১৬)। এই ডিভাইসগুলি এক সময় আমাজনের হোম এন্টারটেইনমেন্টের উপাদান হিসেবে সবার আগে ছিল, সবার উপরে ছিল। এখন যদিও এই ডিভাইসগুলি আউটডেটেড হয়ে গিয়েছে। আধুনিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য যথাযথ ক্ষমতা ও গুণমান এগুলিতে আর নেই।
হঠাৎ করে যদিও এই সিদ্ধান্ত নেয়নি নেটফ্লিক্স। আমাজন নিজেই বেশ কিছু বছর আগে থেকে এই সমস্ত ডিভাইসে সফটওয়্যার আপডেট দিচ্ছিল না, সিকিউরিটি প্যাচও আপডেট করছিল না। আর নিয়মিত আপডেট না দেওয়ার কারণে এই সমস্ত ডিভাইসগুলি আধুনিকতম প্রযুক্তির নিরিখে বাতিল হয়ে যাবে। স্ট্রিমিং কোয়ালিটিতে উন্নতি ঘটলেও তা এই ডিভাইসগুলিতে সাপোর্টঁ করবে না।
কী করতে হবে আপনাকে
আমাজন অফিসিয়ালের সাপোর্ট পেজে গিয়ে আপনাকে যাচাই করে নিতে হবে যে আপনার ডিভাইসটিতে নেটফ্লিক্স সাপোর্ট করবে কিনা। এর জন্য আপনাকে আপনার ডিভাইসের মডেল নম্বর দিতে হবে। আর চাইলে আপনি আপনার ফায়ার টিভি বা ফায়ার টিভি স্টিক আপগ্রেডও করিয়ে নিতে পারেন।