WhatsApp Featuresr: হোয়াটসঅ্যাপে এবার ইউজারদের জন্য চালু হল নতুন সুবিধা (WhatsApp Features)। একই ফোনে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account)। অর্থাৎ একজন ইউজার চাইলে দুটো আলাদা ফোন নম্বর থেকে একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। আজকাল প্রায় সব স্মার্টফোনেই থাকে ডুয়াল সিমের সুবিধা। আর আপনি যদি ফোনে দুটো সিম রাখেন, তাহলে ওই দুই আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটাই ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনি। এক্ষেত্রে শুধু সুইচ অ্যাকাউন্ট করতে হবে ইউজারকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই সুইচ অ্যাকাউন্টের পরিষেবা পাওয়া যাবে।
কীভাবে পাবেন এই ফিচারের সুবিধা
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে। এবার উপরে ডানদিকের কোণে যে তিনটে ডট দেখতে পাবেন। তার উপর ক্লিক করলে বেশ কয়েকটি অপশনের একটা তালিকা খুলে যাবে। সেখানেই এই সুইচ অ্যাকাউন্ট অপশন পাবেন ইউজাররা। সেখানে ক্লিক করলে দ্বিতীয় যে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার হয়ে যাবেন ইউজার। একই দুটো ফোন নম্বর থেকে দু'টি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেহেতু ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ইউজার চাইলে একটি নম্বর পেশাগত কাজ এবগ অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে যাবতীয় তথ্য থাকলে অসুবিধা হয় ইউজারদের। তাই একই ফোনে দুটো আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা গেলে অনেক সুবিধা পাওয়া যাবে। পাসকোড অথবা ফেস আইডির মাধ্যমে আলাদা আলাদা চ্যাট লক করে রাখা যাবে। ইউজার একটি চ্যাটকে একবার লক করলে সেটি চলে যাবে 'লকড চ্যাট' সেকশন। সমস্ত লকড চ্যাট এই সেকশনে বা বিভাগেই পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবেও আসছে 'চ্যাট লক' ফিচার
মোবাইল ভার্সানে হোয়াটসঅ্যাপের লকড চ্যাট (Locked Chat) ফিচারের সুবিধা আগেই চালু হয়েছে। এবার ওয়েব ভার্সানেও (Web Version) আসছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) এই লকড চ্যাট ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে আগেই শোনা গিয়েছে। মূলত হোয়াটসঅ্যাপ ওয়েবের ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে বলেও শোনা গিয়েছিল। আপাতত চলছে কাজকর্ম। এরপর হবে পরীক্ষা নিরীক্ষা। তাই খুব তাড়াতাড়ি না হলেও হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে লকড চ্যাট ফিচার। ফলে মোবাইলের মতো ওয়েব মাধ্যমেও নির্দিষ্ট চ্যাট পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারবেন।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?