Jobs And Recruitments: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprenticeship) পদে নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শূন্যপদ রয়েছে ৩০০০। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। তবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অ্যাপ্রেন্টিস পদে আবেদন জমা দেওয়ার আগে আবেদনকারীদের উচিৎ আপ্রেন্টিসশিপ পোর্টাল www.nats.education.gov.in- এ গিয়ে রেজিস্টার করা প্রয়োজন। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 

 

যাঁরা আবেদন করবেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। কোনও অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে এই ডিগ্রি পেতে হবে। যেকোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। এছাড়াও সমতুল্য কোনও শিক্ষাওগত যোগ্যতা থাকতে হবে আবেদনকারীদের। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং সেই উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে (৩১ মার্চ, ২০২০- র পরে)

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 


বিশেষভাবে সক্ষমদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৪০০ টাকা ধার্য হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা, অর্থনৈতিকভাবে পছয়ে পড়া- এইসব আবেদনকারীদের জন্য ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। বাকি আবেদনকারীদের জন্য ৮০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 


কীভাবে আবেদন জানাবেন দেখে নিন একনজরে 


অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। www.nats.education.gov.in এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে Apprenticeship with Central Bank of India- এর জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। প্রথমে আবেদনকারীদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে লগ-ইন করতে হবে। এরপর যেতে হবে Apply Against Advertised Vacancy এই অপশনে। তারপর খুঁজে পাবেন Apprenticeship with Central Bank of India এই অপশন। সবশেষে অ্যাপ্লাই বাটন সিলেক্ট করতে হবে যা Action Column- এ খুঁজে পাবেন আবেদনকারীরা। 


এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ


এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির (Jobs) সুযোগ। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে তারা। ভারত জুড়ে বিভিন্ন শাখায় হবে নিয়োগ। ইতিমধ্যেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ৪৯০টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ২ এপ্রিল থেকে। আর আবেদন জমা দেওয়া যাবে ১ মে পর্যন্ত। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ডিআরডিও- তে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI