Earbuds: নয়েজ (Noise) সংস্থা এয়ার বাডস প্রো এসই (Air Buds Pro SE) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন ভারতে লঞ্চ করেছে। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার। ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন করা যাবে এই ইয়ারবাফোনে। একবার চার্জ দিলে এই ইয়ারফোনে চার্জিং কেস সমেত চার্জ থাকবে প্রায় ৪৫ ঘণ্ট। নয়েজের নতুন ইয়ারবাডস একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হবে না। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে কোয়াড মাইক এবং এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। দুটো রঙে এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে। 


নয়েজ এয়ার বাডস প্রো এসই ইয়ারফোনের ভারতে দাম কত


১৬৯৯ টাকায় এই ট্রু ওয়্যার স্টিরিও ওয়্যারলেস ইয়ারবাডস কেনা যাবে। Lustre Black এবং Champagne Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে নয়েজ এয়ার বাডস প্রো এসই ইয়ারফোন। নয়েজ সংস্থার ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। 


নয়েজের নতুন ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 



  • এই ইয়ারবাডসের সঙ্গে রয়েছে মেটালিক ফিনিশ কেস। এই চার্জিং কেস এবং দু'টি ইয়ারবাডসের গায়ে রয়েছে নয়েজ ব্র্যান্ডের লোগো। 

  • নয়েজের নতুন ইয়ারবাডসের ক্ষেত্রে রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও এখানে রয়েছে স্মার্ট টাচ কন্ট্রোল। অর্থাৎ ফোনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় কল এলে সামান্য টাচ করেই ইয়ারবাডসের সাহায্যে কল ধরে নেওয়া যাবে।

  • এই স্মার্ট টাচ কন্ট্রোলের সাহায্যে ইউজার নয়েজের নতুন ইয়ারবাডসে সিরি বা গুগল অ্যাসিসট্যান্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইয়ারবাডসে গান চললে তার ভলিউমও নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট টাচের সাহায্যে। 

  • একবার পুরো চার্জ দিলে এক একটি ইয়ারবাডসে প্রায় ৭.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। চার্জিং কেসে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৯০ মিনিটে। অন্যদিকে ইয়ারবাডসগুলি ৩০ মিনিট সময় নেবে পুরো চার্জ হতে। চার্জিং ইন্ডিকেটরও পাবেন ইউজাররা।

  • এক একটি ইয়ারবাডসের ওজন ৩.৩ গ্রাম। ইয়ারবাডস যে কেসে রয়েছে তার ওজন ৩৩.৩ গ্রাম। Bluetooth 5.3 কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ফোনেই এই ইয়ারবাডস কাজ করবে। 


আরও পড়ুন- BMW নিয়ে এল নতুন অ্যাডভেঞ্চার বাইক,দুর্দান্ত ফিচারের সঙ্গে পারফরম্যান্স


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial