Noise Earbuds: জনপ্রিয় অডিও ব্র্যান্ড নয়েজের (Noise) নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। নয়েজ বাডস কানেক্ট (Noise Buds Connect) একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। ভারতে নয়েজের স্মার্টওয়াচের পাশাপাশি ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই সংস্থার ইয়ারবাডসও। মাত্র ১২৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। কার্বন ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং আইভরি হোয়াইট- এই তিন রঙে লঞ্চ হয়েছে নয়েজ বাডস কানেক্ট। GoNoise- এর ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এবার দেখে নেওয়া যাক নয়েজ সংস্থার নতুন ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে। 


নয়েজ বাডস কানেক্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • খুব সহজেই আপনার ডিভাইসের সঙ্গে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে। সারাদিন ব্যবহার করলেও ইউজারের কানে কোনও রকমের অসুবিধা হবে না। 

  • নয়েজ বাডস কানেক্টে রয়েছে ৫০ ঘণ্টার ব্যাটারি লাইফ ফিচার। নয়েজের ইনস্টাচার্জ টেকনোলজির সাহায্যেই এতক্ষণ ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ইয়ারবাডসে।

  • নয়েজের নতুন ইয়ারবাডসে রয়েছে কোয়াড মাইক্রোফোন। সেখানে আবার রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আশপাশের আওয়াজ কমিয়ে ইউজারকে পরিষ্কার শব্দ শুনতে সাহায্য করে এই ফিচার।

  • ১৩ মিলিমিটারের ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.২ টেকনোলজির সাপোর্ট। এর সাহায্যে হাই কোয়ালিটির অডিও এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। 

  • নয়েজের এই ইয়ারবাডস HyperSync টেকনোলজির সাহায্যে খুব সহজে ইউজারের ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। 

  • এই ইয়ারবাডসে রয়েছে পাওয়ার সেভিং ফিচার। তার ফলে চার্জিং কেসের মধ্যে রাখা মাত্রই ইয়ারবাডসগুলোর পাওয়ার অফ হয়ে যাবে।

  • নয়েজ বাডস কানেক্ট একটি ওয়াটার রেজিসট্যান্ট ইয়ারবাডস। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। 


Smartwatch: ভারতের নিজস্ব কোম্পানি Fire-Boltt সম্প্রতি দেশে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২০টির বেশি স্পোর্টস মোড। তার সঙ্গে রয়েছে অনেক হেলথ ফিচার। হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার জন্য রয়েছে বিশেষ সেনসর। Fire-Boltt কোম্পানির নতুন স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ভারতে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচের দাম ১৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Fire-Boltt সংস্থার ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, নীল, লাল, ধূসর, গোলাপি এবং Teal- এই ছয়টি রঙে লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ভি২৭ সিরিজ, কী কী ফোন কবে লঞ্চের সম্ভাবনা? রইল সম্ভাব্য ফিচার- স্পেসিফিকেশন