Smartwatch: নয়েজ কালারফিট ক্রোম স্মার্টওয়াচ (Noise ColorFit Chrome) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির AMOLED স্ক্রিন যেখানে একাধিক ওয়াচ ফেসের সাপোর্ট পাওয়া যাবে। এই স্মার্টওয়াচে (Smartwatch) ব্লুটুথ কলিং ফিচারের (Bluetooth Callinng Support) সাপোর্টও রয়েছে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়েছে নয়েজের এই স্মার্টওয়াচ। ভারতে লঞ্চ হয়েছে মোট তিনটি রঙে। Noise Health Suite অ্যাপের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে ইউজাররা হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেস বা অবসাদের পরিমাণ, স্লিপ অর্থাৎ ঘুম কতটা হচ্ছে এবং মেন্সট্রুয়াল সাইকেলের ট্র্যাক রাখা- এইসব কাজ করতে পারবেন। এলিট ব্ল্যাক, এলিট মিডনাইট গোল্ড এবং এলিট সিলভার- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হয়েছে। 


নয়েজ কালারফিট ক্রোম স্মার্টওয়াচের দাম এবং বিভিন্ন অফার 


ভারতে এই স্মার্টওয়াচের দাম ৫০০০ টাকা। প্রি-রিজার্ভের সুবিধা রয়েছে। ৪৯৯ টাকার বিনিময়ে প্রি-রিজার্ভ করতে পারবেন ক্রেতারা। আর এই প্রি-রিজার্ভ করলে স্মার্টওয়াচ কেনা যাবে ৪০০০ টাকায়। এই প্রি-রিজার্ভ পাস ২৫০০ টাকা পর্যন্ত ছাড় দেবে। সেখানে ক্রেতারা Noise Luna smart ring কেনার ক্ষেত্রে ১৫০০ টাকা ছাড় পেতে পারেন। আর Noise i1 smart glasses কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পেতে পারেন। 


নয়েজ কালারফিট ক্রোম স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির AMOLED স্ক্রিন। এখানে ১০০-র বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে Noise Tru Sync technology- র সাপোর্ট।

  • ব্লুটুথ কলিং ফিচার রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে। এর সঙ্গে আবার রয়েছে এক্সটেনডেড কলিং রেঞ্জ। স্মার্টওয়াচের বডি তৈরি হয়েছে একটি পুশ বাটন নিয়ে। এর সঙ্গে রয়েছে ফাংশনিং ক্রাউন। অ্যাপের মাধ্যমে নেভিগেট করার ক্ষেত্রে এই ফাংশনিং ক্রাউন কাজে লাগে। 

  • নয়েজ কালারফিট ক্রোম স্মার্টওয়াচে রয়েছে Noise Health Suite এই অ্যাপের সাপোর্ট। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি ফিটনেস ট্র্যাকার। এর সাহায্যে হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2) পরিমাপ করা সম্ভব। এছাড়াও ইউজারের স্ট্রেসের মাত্রা এবং স্লিপ সাইকেল ট্র্যাক করতেও এইসব ফিটনেস বা হেলথ ট্র্যাকার কাজে লাগে। এই স্মার্টওয়াচে রয়েছে একটি মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার। ১০০-র বেশি ইনবিল্ট স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। আর রয়েছে অটোম্যাটিক ওয়ার্কআউট ডিটেকশন ফিচার। 

  • অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই মাধ্যমেই এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব। এছাড়াও NoiseFit অ্যাপে সিঙ্ক করা যাবে এই স্মার্টওয়াচ। এই ডিভাইসেই দেখা যাবে ফোনে আসা নোটিফিকেশন, আবহাওয়া সংক্রান্ত আবহাওয়া, অ্যালার্ম দেওয়া যাবে। রিমাইন্ডারও দিতে পারবেন ইউজাররা। এমনকি ফোন স্মার্টওয়াচের সঙ্গে যুক্ত থাকলে ফোনের ক্যামেরা, মিউজিক সবই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টওয়াচের সাহায্যে। নয়েজ সংস্থার দাবি একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে?