Samsung Galaxy S24 Series: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের দুটি মডেল গ্যালাক্সি এস২৪ (বেস বা ভ্যানিলা মডেল) এবং গ্যালাক্সি এস২৪ প্লাস- এই দুই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নেওয়া যাক সবিস্তারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। যেমন- গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24) এবং গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus), এই দুই ফোনে একই ধরনের সিম এবং সফটওয়্যারের সাপোর্ট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনেও বেস মডেল এবং প্লাস মডেলের মতোই সিম এবং সফটওয়্যার রয়েছে। 


ডিসপ্লে- স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৬.২৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। দুটো ফোনেই রয়েছে Dynamic AMOLED 2X স্ক্রিন। এর সঙ্গে রয়েছে Vision Booster সাপোর্ট যার মাধ্যমে বাড়ির বাইরেও দুর্দান্ত দৃশ্যমানতা বজায় থাকবে এই দুই ফোনের ডিসপ্লের। আর স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের এই দুই ফোনের ভুয়ারিয়েবল রিফ্রেশ রেটের রেঞ্জ ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত থাকছে। 


প্রসেসর- স্যামসাং গ্যালাক্সি এস২৪  এবং গ্যালাক্সি এস২৪ প্লাস দুই ফোনেই রয়েছে সংস্থার নিজস্ব Exynos 2400 প্রসেসর। বেস মডেলে রয়েছে স্ট্যান্ডার্ড ৮ জিবি র‍্যাম। আর প্লাস ভ্যারিয়েন্টে রয়েছে ১২ জিবি র‍্যামের সাপোর্ট। এই দুই ফোনে ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজের সাপোর্টও রয়েছে। 


ক্যামেরা- স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস, দুটো ফোনেই রয়েছে একই ধরনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা যা ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে 3x অপটিকাল জুমের সাপোর্ট রয়েছে, এই দুই ক্যামেরা সেনসরও দেখা যাবে। ফোন দু'টির ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর যা ৮০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে। 


কানেক্টিভিটি এবং ব্যাটারি ও চার্জিং- স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট। এই দুই মডেলই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড, ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার। অন্যদিকে গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনে রয়েছে ৪৯০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এর সঙ্গে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট রয়েছে যেখানে ১৫ ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাভে। এছাড়াও রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের জন্য রয়েছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের ওজন প্রায় ১৬৮ গ্রাম এবং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনের ওজন প্রায় ১৯৭ গ্রাম। 


আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি- স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে আর কী কী ফিচার রয়েছে?