Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে NoiseFit Halo স্মার্টওয়াচ। এই ওয়ারেবল ডিভাইসে রয়েছে ১.৪৩ ইঞ্চির গোলাকার AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। তার সঙ্গে রয়েছে ১৫০-র বেশি ওয়াচ ফেসের ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ফিচার এবং আকর্ষণীয় কিছু স্পোর্টস মোড। NoiseFit Halo স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোট ছয়টি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে NoiseFit Halo স্মার্টওয়াচ। নয়েজ সংস্থার দাবি, এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে প্রায় ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। 


NoiseFit Halo স্মার্টওয়াচের দাম


ভারতে নয়েজ সংস্থার নতুন লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচের দাম ৩৯৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং নয়েজফিট ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। Statement Black, Jet Black, Classic Black, Vintage Brown, Forest Green, Fiery Orange- এই ছয়টি রঙের শেডে NoiseFit Halo স্মার্টওয়াচ কেনা যাবে। 


NoiseFit Halo স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে। এই স্মার্টওয়াচ একটি প্রিমিয়াম মেটালিক ডিভাইস। রয়েছে তিনটি স্ট্র্যাপের অপশন- লেদার, টেক্সচারড সিলিকন এবং স্ট্যান্ডার্ড সিলিকন। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। খুব সহজেই ফোনের সঙ্গে পেয়ারিং হয় এই স্মার্টওয়াচ। 

  • এই স্মার্টওয়াচে ১৫০-র বেশি ক্লাউড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। আর রয়েছে একাধিক হেলথ মনিটরিং এবং স্পোর্টস মোড। NoiseFit Halo স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট ট্র্যাকার, স্লিপ মনিটর, স্টেপ ট্র্যাকার, SpO2 অর্থাৎ ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের সেনসর। 

  • ব্লুটুথ কলিং ফিচার পুরোদমে ব্যবহার করলে একবার পুরো চার্জ দেওয়ার পর এই স্মার্টওয়াচে একদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। স্মার্ট টাচ টেকনোলজি রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও এখানে পাওয়া যাবে আবহাওয়া সংক্রান্ত আপডেট। এই স্মার্টওয়াচ একটি ওয়াট্রা রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচ সহজে নষ্ট হবে না। 


Smartwatch: ভারতের বাজারে হাজির নতুন একটি স্মার্টওয়াচ (Smartwatch)। ভারতের নিজস্ব কোম্পানির তৈরি এই স্মার্টওয়াচ দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার (Apple Watch Ultra) মতো। তবে দাম ১২০০ টাকারও কম। এটি কিন্তু কোনও ফার্স্ট কপি বা ক্লোন ওয়াচ নয়। ভারতে অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। একই ধরনের দেখতে একটি স্মার্টওয়াচ পাওয়া যাবে ১২০০ টাকারও কমে। ভারতীয় কোম্পানি pTron সম্প্রতি দেশে লঞ্চ করেছে Force X12N স্মার্টওয়াচ। জানা গিয়েছে, ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন, রইল সম্ভাব্য স্পেসিফিকেশন